কেক প্রতিযোগিতায় বাংলাদেশি তাসনুতার ব্রোঞ্জ জয়

যে রাঁধে সে চুলও বাধে’; বাঙালির এ চিরায়িত প্রবাদকে প্রমাণ করলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তাসনুতা অভি। ৩-৫ নভেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে বিশ্ব কেক বানানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ক্লাস এন স্মল ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন তাসনুতা । পুরো ইংল্যান্ডসহ পৃথিবীর নানা প্রান্ত থেকে অনেকেই এ প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিযোগী ছিলেন প্রায় ১৫০০ জন। ২০০৯ সাল থেকে স্বামী ও এক সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন তাসনুতা। একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতে বেশ উচ্ছ্বাসিত সে। এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে তাসনুতা বলেন, ‘প্রথমবারই এ রকম প্রতিযোগিতায় অংশ নিলাম। অংশ নিয়েই ব্রোঞ্জ জেতায় খুব খুশি লাগছে। কেক বানাতে পছন্দ করি ছোটবেলা থেকেই। পছন্দের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের। ব্যক্তিগত অর্জনের সঙ্গে দেশের সম্মান বাড়াতে পেরে খুব ভালো লাগছে। এই পদক আরও ভালোভাবে কেক বানাতে উৎসাহিত করবে।’