সৌরবিদ্যুতে জ্বলছে গ্রামীণ সড়ক বাতি

সৌর বিদ্যুতে জ্বলছে এবার গ্রামীণ সড়ক বাতি। আলোকিত করেছে এলাকা। মতলব উত্তরের লোকজন বলাবলি করে ‘আগে আছিল আন্ধার অহন ফকফকা।’

মতলব উত্তর উপজেলার ৬০ কি.মি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ, সাড়ে ১৩ কি.মি মায়া বীর বিক্রম সড়ক, উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, লঞ্চঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ও চরাঞ্চলসহ তিন শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার পোলে এ বাতি বসানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার অঙ্গিকারে গ্রামীণ সড়কেও সৌর বিদ্যুত্ আলো দিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সৌর বিদ্যুতের এ সড়ক বাতি বসেছে। ইডকলের সহযোগিতায় ঢাকার উদ্দীপন এই এলইডি সৌর বাতিগুলো বসিয়েছে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার প্রকল্পটি বাস্তবায়নের আওতায় সড়ক বাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেন। তারই আলোকে সোলার সড়ক বাতি বসানো হয়।

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, চরাঞ্চল সমৃদ্ধ ও বিশাল এ উপজেলার যেখানে মানুষের চলাচল রয়েছে সেই সকল স্থানে সৌর প্যানেলের মাধ্যমে আলো পৌঁছানো হচ্ছে। রাতের আঁধারে সৌর বিদ্যুতের আলোয় নিরাপদে মানুষ চলাচল করবে।