নিরক্ষরতা দূর করতে পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রায় দশ হাজার নিরক্ষরকে সাক্ষর দান করা হবে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্প-৬৪ এটি বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে। এ প্রকল্পের মাধ্যমে ১৫-৪৫ বছর বয়সের নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হবে। পিরোজপুর জেলার সাতটি উপজেলার মধ্যে প্রথম পর্যায়ে কাউখালী ও মঠবাড়িয়া এবং দ্বিতীয় পর্যায়ে নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় শুরু হবে। কাউখালী উপজেলায় এ প্রকল্পে বাস্তবায়নের জরিপ কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কেন্দ্র শিক্ষা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যে শিক্ষক এবং সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন জমা নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। নিয়োগের কাজ চলমান রয়েছে।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি এ মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম তত্ত্বাবধায়ন করবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, কাউখালীতে এনজিও সকলের জন্য কল্যাণ এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকায় ১৫ থেকে ৪৫ বছর বয়েসী সাক্ষরজ্ঞানহীন নারী ও পুরুষের তালিকা তৈরি করছে। উপজেলায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র শিক্ষা প্রদান করবে। প্রতিটি কেন্দ্রে সরকারি ছুটির দিন ব্যতীত দুই শিফটে কার্যক্রম চলবে।