মোটরসাইকেলে গ্রাম ঘুরছেন পরিকল্পনামন্ত্রী

জনগণের দোরগোড়ায় যেতে বাহন হিসাবে মোটর সাইকেল পছন্দ করলেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন বিভিন্ন ভাবে। সাধারণ মানুষের একেবারেই কাছাকাছি যেতে তিনি ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে উঠোন বৈঠক করছেন। খোঁজখবর নিচ্ছেন। তার এলাকার সমস্যাগুলোও এতে চিহ্নিত হচ্ছে বলে জানান তিনি। পরিকল্পনা মন্ত্রী ইত্তেফাককে বলেন, এলাকায় অবকাঠামো উন্নয়ন হয়েছে অনেক। তবু মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য মোটরসাইকেল উত্তম বাহন।

১৯৯৪ সালে ভোটের রাজনীতিতে এসেই তার বক্তব্য ছিল ‘সত্য কথা বলেও রাজনীতি করা যায়’। বর্তমান সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়েছেন। শ্লোগান ঠিক করেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়— যেখানে আপনার একটি স্বপ্ন আছে।

তার নির্বাচনী এলাকার মা-বোনদের কথা শুনতে গ্রামে গ্রামে উঠোন বৈঠক শুরু করেন। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সঙ্গেও তিনি কথা বলেন এবং তাদের সবার কথা শোনেন। সবার কাছে সরেজমিনে হাজির হওয়ায় অনেকেই উজ্জীবিত হচ্ছেন। তার এসব কর্মকাণ্ডের ছবি ফেসবুকেও ভাইরাল হচ্ছে। সম্প্রতি তিনি তার এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর ও ভুলুইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পর্যায়ক্রমে সব গ্রামেই তিনি যাবেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের এখন এগিয়ে যাওয়ার সময়। মানুষের সেবায় দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে ভালবাসা, মায়া-মমতা দিয়ে কাছে টানতে হবে। এসময় তার সঙ্গে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।