চামড়াজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ১.৭৮ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৮ শতাংশ। চামড়া খাতে আয় হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই-সেপ্টেম্বর মাসের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইপিবি তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৩ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার বা দুই হাজার ৬০০ কোটি টাকা। খাতটির পণ্য রফতানি থেকে আগের অর্থবছরের (২০১৬-১৭) একই সময়ের তুলনায়ও ১.৭৪ শতাংশ বেশি বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। তবে এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে আয় হয়েছে ১.০৬ শতাংশ কম। গত ২০১৬-১৭ অর্থবছরের পুরো সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ১২৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এই খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ১৩৮ কোটি মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর সময়ে বছরের মোট লক্ষ্যমাত্রার সাড়ে ২৩ শতাংশ আয় এসেছে। সম্পাদনা : গিয়াস উদ্দিন আহমেদ