দাপুটে জয়ের পর বাংলাদেশের প্রশংসায় মালয়েশিয়া

র‍্যাঙ্কিংয়ে মাত্র ছয়ের ব্যবধান। মালয়েশিয়া ১২, আর চীন আছে ১৮তম স্থানে। তবে র‍্যাঙ্কিং যে শুভঙ্করের ফাঁকি তা চীনাদের চোখে আঙুল দিয়েই দেখাল মালয়েশিয়া। এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটিকে নিয়ে ছেলেখেলা করে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়ানরা।

বড় জয়ের পর বাংলাদেশকেও প্রশংসায় ভাসিয়েছে মালয়েশিয়া। স্বাগতিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং আতিথেয়তার প্রশংসা করেছেন জয়ী দলটির টিম ম্যানেজার।

বৃহস্পতিবার পুল ‘বি’র প্রথম ম্যাচে চীনের জালে ১১ মিনিটে গোল উৎসব শুরু করেন রাজি রাহিম। ১৮ মিনিটে ফাইযাল সারি ব্যবধান দ্বিগুণ পরের মিনিটেই তৃতীয় গোলটি এসেছে টেঙ্কু তাজউদ্দীনের ফিল্ড গোলে।

বিরতির পর মালয়েশিয়ার চার গোলের বিপরীতে চীন মাত্র একবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছে। তাতে বড় হারের লজ্জা এড়াতে পারেনি।

অবশ্য বড় ব্যবধানে জিতেও খুশি নন মালয়েশিয়া টিম ম্যানেজার ইব্রাহিম মোহাম্মদ নাসিন। তার মতে আরও বড় ব্যবধানে জেতার সক্ষমতা আছে তার ছেলেদের। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুষ্টি ঝরে পরল নাসিনের কণ্ঠে, ‘এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল। আতিথেয়তা নিয়েও কোন প্রশ্ন নেই। বাংলাদেশ আগেও বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। এখানে খেলতে এসে আমরা বেশ খুশি।’