দুই হাজার রোহিঙ্গাকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বিএসএমএমইউ

সম্প্রতি মিয়ানমারে জাতিগত দাঙ্গায় বাংলাদেশ সীমান্ত্মে আশ্রয় নেয়া প্রায় দুই হাজার রোহিঙ্গা শরণার্থীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, দুই দিনব্যাপী চলা ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার সন্ধ্যায় শেষ হয়। এ সময় কক্সবাজার উখিয়ার বালুখালী অস্থায়ী ক্যাম্প-২ এবং কুতুপালং অস্থায়ী ক্যাম্প-১ এ আশ্রয় নেয়া সহায়-সম্বলহীন রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দেয় চিকিৎকসকরা। মেডিকেল ক্যাম্পের প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সালেকের নেতৃত্বে বালুখালী অস্থায়ী ক্যাম্পে এবং শেষ দিন রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের নেতৃত্বে কুতুপালংয়ে মোট ১০টি সেন্টারে এ সেবা প্রদান করা হয়।

এ সময় শ্বাসকষ্ট, কাশি, জ্বর, ব্যথা, চর্মরোগ এবং ডায়রিয়ায় ভোগা প্রায় দুই হাজার রোগীকে দিনব্যাপী ফ্রি মেডিকেল চেকআপ, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। পাশাপাশি চিকিৎসকরা রোহিঙ্গা নারী, শিশু, বৃদ্ধ, যুবকদের ইসিজি, রক্ত পরীক্ষা ও শিশুদের ড্রাইফুড প্রদান করেন।
উলেস্নখ্য, মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনবাহিনী ও স্থানীয় মগ সম্প্রদায়ের নির্মম ও বর্বর হামলার শিকার হয়ে বাংলাদেশে পালিয়া আসা রোহিঙ্গাদের বেশির ভাগ নারী ও শিশু। যারা শ্বাসকষ্ট, কাশি, ব্যথা, জ্বর, চর্মরোগ এবং ডায়রিয়া ও অপুষ্টিজনিত নানা সমস্যায় ভুগছেন।