দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। মঙ্গলবার (০৩ অক্টোম্বর) ডিএসইর ওয়েবসাইটে ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। ডিএসই জানায়, অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে ১১৩ কোটি ৮২ লাখ টাকা বেড়ে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকা। সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ৫৬০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩৮৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার।