কটিয়াদীতে পাখিদের আবাসন দিচ্ছে ‘আশ্রয়’

কটিয়াদীতে পাখি প্রেমিক সামাজিক সংগঠন “আশ্রয়” এর পক্ষ থেকে পাখিদের আবাস নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। ‘আমরা সকলের’ শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার উপজেলার আচমিতা বাজারে পাখির আবাস নির্মাণের জন্য প্রথম পর্যায়ে ৫০টি মাটির কলস নির্ধারিত গাছে ঝুলিয়ে দিয়ে আবাসন প্রক্রিয়া উদ্বোধন করে।

শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আচমিতা জর্জ ইনস্টিটিউশনের বিভিন্ন গাছে কলস ঝুলিয়ে দেওয়া হয়। পাখিরা যাতে নিরাপদে বসবাস করতে পারে এবং নিরাপদে ডিম দিতে পারে এ জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পৌর এলাকায়ও প্রতিটি ইউনিয়নে পাখিদের জন্য আবাসন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাখি শিকার এবং ক্রয়-বিক্রয় বন্ধের জন্য সামাজিক সচেতনামূলক পদক্ষেপ নেওয়া হয়।

প্রকল্পটি সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি করে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে এ প্রকল্প হাতে নিয়েছেন। গাছে গাছে মাটির কলস ঝুলানোর সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আজিজুল, মামুন, শহীদুজ্জামান শহীদ, জসিম উদ্দিন, রাজীব সরকার পলাশ, আবু বাক্কার সুমন, সুরুজ মিয়া, একেএম মোর্শেদ সজীব, আবুল কাশেম, আল আমিন, জাকির হোসেন জুয়েল, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন কাজল, তাজুল ইসলাম, মানিক মিয়া প্রমুখ ।