পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ হারানো রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী দেশের ওষুধ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) টেলিফোন অপারেটর হিসেবে এ নিয়োগপত্র তুলে দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে যাচ্ছি। পুলিশের টিয়ারশেলে মেধাবী শিক্ষার্থী সিদ্দিকুর দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। যখন তাকে দেখতে যাই তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওর চোখ ভালো হোক আর না হোক অ্যাসেনশিয়াল ড্রাগসে চাকরি দেব।
তিনি বলেন, অ্যাসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুরের ইন্টারভিউ নিয়েছেন। যেহেতু চোখ নেই কাজ করতে সমস্যা হবে, তাই সিদ্ধান্ত নিয়েছি টেলিফোন অপারেটর পদে তাকে চাকরি দেয়া হবে। সঙ্গে সঙ্গে তার লেখাপড়াও চলবে। সিদ্দিকুর রহমান বলেন, সবাইকে ধন্যবাদ। শুরু থেকে স্বাস্থ্যমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। মিডিয়াকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমার কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরাও আমার পাশে ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১ অক্টোবর থেকে তিনি এ কাজে যোগদান করবেন। প্রাথমিকভাবে তিনি ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। প্রসঙ্গত, ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলনের সময় পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পান সিদ্দিকুর রহমান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। সেখানকার শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা চোখ পরীক্ষা-নিরীক্ষা করে ভালো না হওয়ার কথা জানালে সিদ্দিকুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়।
সংশোধনী : ১১ সেপ্টেম্বর (রোববার) দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটি ছবির ক্যাপশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর স্থলে অনবধানতাবশত স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী ছাপা হয়েছে।