আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসির আয়োজনে প্রথমবারের মতো এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির নেতৃত্বে প্রতিনিধি দলে বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনার পর ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ কাজাখস্তানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।