ইন্ট্রাকোর সৌরবিদ্যুৎ কিনবে সরকার

তানভীর আহমেদ : রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। আগামী ১৩ মাসের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে। চালু হওয়ার পর আগামী ২০ বছর ইন্ট্রাকোর সৌরবিদ্যুৎ সরকার কিনবে প্রতি ইউনিট শূন্য দশমিক ১৬ মার্কিন ডলার (১২.৮০) টাকা দরে। গতকাল রোববার নগরীর বিদ্যুৎ ভবনে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের দুটি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করবে ইন্ট্রাকো সোলার। চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১৩ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষে তারা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করবে।

জানা যায়, সরকার ২০২১ সালের মধ্যে সবার কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কারণ দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ওপরই টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। তাই দেশে নবায়নযোগ্য জ্বালানির হার বাড়ানোর জন্য এই উদ্যোগ।