বরগুনা জেলা পুলিশের অনুকরণীয় সাফল্য জাগরণী নারী সহায়তা কেন্দ্র

দরিদ্র, বঞ্চিত, অসহায় এবং নির্যাতিত নারীদের সহায়তা দিচ্ছে জেলা পুলিশের জাগরণী নারী সহায়তা কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে মাত্র আট মাসের ব্যবধানে এ উদ্যোগের মধ্যদিয়ে নির্যাতনের শৃঙ্খল ছিঁড়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন প্রায় তিন শতাধিক দরিদ্র অসহায় নারী। জাগরণী নারী সহায়তা কেন্দ্র এখন বরগুনার অসহায়, দুস্থ ও নির্যাতিত নারীদের আস্থার প্রতীক। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের অধীনে এ সহায়তা কেন্দ্রের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন একজন নারী উপ-পরিদর্শক (এসআই)। রয়েছে পাঁচ সদস্যবিশিষ্ট একটি অভিযোগ গ্রহণ কমিটি। এছাড়া সার্বিক সহযোগিতার জন্যে স্থানীয় সমাজসেবক, উন্নয়ন কর্মী, আইনজীবী, গণমাধ্যম কর্মী ও নারী নেত্রীসহ ২৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দলও রয়েছে জাগরণী নারী সহায়তা কেন্দ্রের সাথে। ২০১৬ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এ জাগরণী নারী সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা ও দায়রা জজ মোঃ হাছানুজ্জামান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জুলফিকার আলী খান। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় আইনজীবী, গণমাধ্যম কর্মী, নারী নেত্রী এবং কমিউনিটি পুলিশিং-এর নেত্রীবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের শতাধিক ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত ২০১৫ সালের ১৪ জুন পুলিশ সুপার হিসেবে বরগুনায় যোগদান করেন বিজয় বসাক। যোগদানের পর থেকে কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যদিয়ে পুলিশী সেবাকে জনবান্ধব করে গড়ে তোলেন তিনি।