বাংলাদেশের শিল্পবর্জ্য দুষণ রোধে বর্তমানে ৭৪ শতাংশ ক্ষেত্রে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) কার্যকর রয়েছে। ইটিপি ব্যবহার বাড়ানোর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১০০ শতাংশ শিল্পবর্জ্য দূষণ রোধ করা সম্ভব হবে বলে ঢাকা পানি সম্মেলন-২০১৭ সমাপনী দিনে বক্তারা এই অভিমত প্রকাশ করেছেন।
আজ ঢাকা পানি সম্মেলন-২০১৭ এর শেষ দিনে সদস্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ফিলিপিন্স, চীন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নেপাল, নেদারল্যান্ডস এবং স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধিরা আলোচনা করেন।
আলোচকদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার নগর পরিকল্পনা ও পানি সরবরাহ মন্ত্রী আব্দুল রউফ এইচ হাকিম, বাংলাদেশের ড. আইনুন নিশাত, ড. মো. মজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার তাকসিম এ খান প্রমুখ।
পানি সম্মেলনটি ঢাকার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে আলোচনায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বিশ্বব্যাপী সবার জন্য সমানভাবে পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা, সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, পানির দুষণ রোধের মাধ্যমে পানির গুণগতমান উন্নয়ন করা, একই পানির বহুমুখী ব্যবহারের মাধ্যমে পানির অপচয় কমানো ইত্যাদি বিষয় গুরুত্ব পায়।
বিদ্যমান পলিসি, প্ল্যান, গাইডলাইন, কৌশল, আইন, নীতিমালাসমূহ বাস্তবায়িত হলে তা বাংলাদেশের পানি সম্পদের উন্নয়নে সহায়ক হবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।