বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ই-টিকেট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগিরই ই-টিকেট (ইলেকট্রনিক টিকেট) চালু করা হচ্ছে। এতে করে রোগীদের সময় সাশ্রয় হবে ও লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। রোগীরা প্রয়োজনমতো আগাম টিকেট কিনে চিকিৎসাসেবা নিতে পারবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ই-টিকেট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

ই-টিকেট চালুর বিষয়টি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বিএসএমএমইউর ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেল-এর পরিচালক এ আর আজিমুল হক রায়হান।

পরিচালক রায়হান জানান, শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈকালিক স্পেশালাইজড আউটডোরে ই-টিকেট চালু করা হবে। প্রতিদিন স্পেশালাইজড আউটডোরে ছয় শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন। ই-টিকেট চালু হলে রোগীদের লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার দুর্ভোগ কিছুটা হলেও কমবে। পরবর্তী সময়ে সকালের বহির্বিভাগেও ই-টিকেট চালু করা হবে। বর্তমানে সকালের বহির্বিভাগে পাঁচ সহস্রাধিক রোগী লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন। তিনি জানান, আগামী মাসে ই-টিকেট চালুর চেষ্টা চলছে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ই-টিকেট চালুর বিষয়ে আজ সকালে উপাচার্যের কার্যালয়ে ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেল-এর উদ্যোগে একটি ডেমোনেসট্রেশনের আয়োজন করা হয়। সেখানে আইটি সেল পরিচালক আজিমুল হক রায়হান ই-টিকেট কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা হবে এবং এ কার্যক্রমের অগ্রগতিসমূহ বিস্তারিত তুলে ধরেন। পরে তিনি উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে এ ব্যাপারে অবহিত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন এ সময় উপস্থিত ছিলেন।

আজিমুল হক রায়হান জানান, ই-টিকেট চালু হলে রোগীরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ই-টিকেট বাটনে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করে এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ)-এর মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিয়ে মোবাইলে প্রাপ্ত এসএমএসের মাধ্যমে তাঁরা এ সেবাটি নিতে পারবেন।