চলতি বছর দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭১.৬২ শতাংশে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সচিবালয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, গত বছর একই সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭০.৬৫ শতাংশ।
মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ৯টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৭৪টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৫৩টি। ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। বাস্তবায়নের হার ৭১.৬২ শতাংশ। ’
গত বছরের একই সময়ে ১১টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত হয় ৯২টি। এর মধ্যে ৬৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সিদ্ধাস্ত বাস্তবায়নাধীন ছিল ২৭টি। বাস্তবায়নের হার ছিল ৭০.৬৫ শতাংশ। ’
শফিউল আলম জানান, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল দুটি, ১১টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময় সংসদে আইন পাস হয়েছে পাঁচটি। ২০১৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয় দুটি। চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয় ৯টি। এ সময়ে সংসদে ২০টি আইন পাস হয় বলেও জানান মন্ত্রিপরিষদসচিব।