চট্টগ্রাম কাস্টমসে ২৪ ঘণ্টা সেবা দিতে ৯৬ জন নতুন লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তিন শিফটের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ভাগ করে এগিয়ে নেওয়া হবে ২৪ ঘণ্টার এ কর্মযজ্ঞ। গতকাল শনিবার কাস্টম মিলনায়তনে কাস্টমস ব্যবহারকারী স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নির্র্দেশ অনুযায়ী কাস্টম হাউসকে ২৪ ঘণ্টা চালু রাখার জন্য করণীয় ঠিক করতে এবং স্মার্ট বন্দর করতে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠক হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। বৈঠকে উপস্থিত কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এর মাধ্যমে আপনাদের কাছ থেকে সমস্যা এবং সমাধানের বিষয়গুলো শুনে ২৪ জুলাইয়ের (আগামীকাল সোমবার) মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এটা হলে দিনের বেলায় পণ্য পরিবহনে যে ঝামেলা পোহাতে হয়, তাও কমে যাবে। কাস্টমসের লোকবল সংকট কাটাতে ইতিমধ্যে ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৬৫০ জনকে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে আলাপ হয়েছে। শিগগির তাদেরও নিয়োগ দেওয়া হবে। বন্দর ও কাস্টমসের সঙ্গে সম্পর্কিত ব্যাংক, বিএসটিআই ও কো-অর্ডিনেটসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।
কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও এনবিআরের শুল্কনীতিবিষয়ক সদস্য মো. লুতফর রহমান।
নৌ সচিব অশোক মাধব রায় বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী এক মাসের মধ্যে আরও নতুন করে গ্যানট্রি ক্রেন কীভাবে দ্রুত ক্রয় করা যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আগামী তিন মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে।’
বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ‘বন্দরে কার্গো ও কনটেইনার আনুপাতিক হারে দেওয়া হয়। তার পরও আমরা দুর্ঘটনাকবলিত জেটিতে কাজ করে যাচ্ছি। এজন্য নতুন করে জেটি ও ইয়ার্ড বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যমান ৩৭টি পণ্য থেকে আরও নতুন নতুন পণ্য আনা বাড়াতে হবে।’ ব্যাংকিং আওয়ার রাত ১০টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানান তিনি।
কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খান বলেন, ‘দেশের আমদানি-রফতানির ৯০ ভাগ কাজ হয় এ কাস্টম দিয়ে। এবার আমরা ৪৪ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছি। তারপর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার চালু রাখার অনুশাসন বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে করণীয় ঠিক করেছি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইনাম বিলু, বিকডার সভাপতি নুরুল করিম খান, বাফার মহাপরিচালক ফারহানে আলম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি মাহবুব চৌধুরী, বাংলাদেশ কনটেইনার শিপিং হ্যান্ডলিংয়ের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ন কবির, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এমএ কাইয়ুম প্রমুখ।