চীনের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ!

স্থলপথে ভারত, নেপাল, ভুটান আর মায়ানমারে তো যাওয়াই যায়। এখন থেকে আপনি যেতে পারবেন চীনেও। তবে বাসে নয়, ট্রেনে। চীন থেকে একটি রেলপথ হতে যাচ্ছে যা বাংলাদেশ, মায়ানমার হয়ে শেষ হবে কলকাতায়।

রেলপথের শুরু হবে চীনের কুনমিং থেকে। দীর্ঘ এই রেললাইন মোট চারটি দেশকে সংযুক্ত করছে যা প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতেও।

সম্প্রতি গ্রেটার মিকং সাবরিজিয়ন (জিএমএস) এর বৈঠোকে এই রেলপথের প্রস্তাব রাখে চীন। বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমার (বিসিয়াইএম) মাল্টি মডেল করিডর প্রজেক্টের অংশ হিসেবে রাখা হয় এই প্রস্তাব।

প্রকল্পটির জন্য খরচের একটি খসড়াও করেছে চীন। আনুমানিক ৪০ বিলিয়ন ডলার খরচ হবে এতে। ভারতীয় মুদ্রায় এটি ২৫৬ কোটি ৬০ লক্ষ রুপির সমপরিমাণ। রেলপথটীর দৈর্ঘ হবে ২৮০০ কিলোমিটার। এজন্য এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও অর্থ সহযোগিতা নিতে পারে চীন।