শিল্পকলা পদক পেলেন সাত গুণী

শিল্পকলা পদক ২০১৬ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সাত বিভাগে এ বছর পদক পেয়েছেন- নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোক সংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ।

গতকাল শিল্পকলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দিবেন। নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও একটি সনদপত্র প্রদান করা হবে।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত  সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক উত্পল কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক প্রমুখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করে আসছে।

পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১২টি। ক্ষেত্রসমূহ হচ্ছে- কণ্ঠ সংগীত, যন্ত্র সংগীত, নৃত্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, সৃজনশীল সংগঠক, সংস্কৃতি গবেষক ও লোক সংস্কৃতি। তবে প্রতিবছর এর মধ্য থেকে সাতটি বিষয়ে এ পদক প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর কমিটি বিষয়সমূহ নির্বাচন করে থাকে।