আবদুল্লাহ হারুন জুয়েল
“সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়” – এটি কূটনীতির পরিভাষা হলেও কোনো দেশের পররাষ্ট্র নীতি এর ভিত্তিতে পরিচালিত হয় না। কোনো রাষ্ট্র কতটা প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে নীতি নির্ধারণ করে তার উপরই নির্ভর করে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতি তথা সামগ্রিক প্রেক্ষাপট।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাঁর হিমালয়সম ব্যক্তিত্বের কারণে নিজেই একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন। স্বাধীনতার তিন মাসের মধ্যে মিত্র বাহিনীর দেশ ত্যাগের দৃষ্টান্ত ইতিহাসে নেই। তিনি দ্ব্যর্থহীনভাবে কোনো নির্দিষ্ট বলয়ে যুক্ত না হয়ে জোট নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। ৭৫ পরবর্তি সময়ে বাংলাদেশে মূলত পাকিস্তানের প্রভাব পরিলক্ষিত হয়, সম্পর্কের অবনতি হয় পার্শ্ববর্তি দেশ ভারতের সাথে। দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে সম্পর্কের অগ্রগতি হয়েছে নামমাত্র।
১৯৯৬ এ আ’লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্কের অগ্রগতি পুনরায় শুরু হয়। দ্বিতীয় মেয়াদে ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল, আত্মবিশ্বাস ও প্রজ্ঞার সাথে পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন, ২০১৭ সালে এসে তা দূরদর্শিতার সাক্ষ্য দিচ্ছে। বাংলাদেশ ধাবিত হচ্ছে উন্নয়নের ঊর্ধ্বমুখী পথে। বিশ্বে অর্থনৈতিক বিশ্বমন্দাকালীন সময়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ২০১৬ পর্যন্ত মানব উন্নয়ন সূচকের যে উন্নয়ন ঘটেছে তা ১৯৯০ সালের সূচককে দ্বিগুণ করেছে। পার্শ্ববর্তী দেশের সাথে অগ্রগতির তুলনামূলক দৃষ্টান্ত দেয়া যায়, যেমন: বাংলাদেশের গড় আয়ু ৭২ ছাড়িয়েছে যা ভারত ও পাকিস্তানে ৬৬। শিশু মৃত্যুর হার বাংলাদেশে হাজারে ৩৭, অন্যদিকে ভারতে ৪৫ এবং পাকিস্তানে ৮১। বিশ্বমন্দার মধ্যে বিশ্বের গড় প্রবৃদ্ধি যেখানে ছিল ৫.৪ তা বাংলাদেশের ক্ষেত্রে ৬ থেকে ৭ এর মধ্যে স্থির ছিল যা যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির চেয়েও বেশি। এভাবে শিক্ষা, মৃত্যুর হার, জন্মহার, লিঙ্গ বৈষম্য ও নারীর অধিকার, সুপেয় পানি, কৃষি ক্ষেত্র ইত্যাদি সকল ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাফল্য প্রশ্নাতীত ও বিশ্বের পর্যবেক্ষক সংস্থাগুলো দ্বারা স্বীকৃত।
উন্নয়নের ধারাবাহিকতায় গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি হয়েছে লক্ষণীয় মাত্রায়, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রীলঙ্কা। ২০১০ সালে প্রথম বারের মতো ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু হয়। ২০১১ এর জানুয়ারিতে ঢাকায় ও ২০১৩ এর এপ্রিলে কলম্বোতে কূটনৈতিক পর্যায়ের এবং ২০১২ এর ফেব্রুয়ারীতে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ এর নভেম্বরে রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কা ভ্রমন করেছিলেন। অন্যদিকে যে মাইথ্রিপালা সিরিসেনাকে ২০১৩ ও ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি এ মাসে বাংলাদেশে এলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে। বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন আরও শক্তিশালী হবে। ২০০৬-০৭ অর্থবছরে দু’দেশের বাণিজ্য ছিল ২২০০ মিলিয়ন ডলার প্রায়, বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার কোটি মার্কিন ডলারে। শ্রীলঙ্কার সাথে অনেক দেশের মুক্ত বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সাথে নেই। এ চুক্তি সম্পাদনের ব্যাপারে দু’দেশই আশাবাদী এবং এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ৬৭% বাড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা।
ইতোপূর্বে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দ্বিপাক্ষিক স্বার্থ ও সহযোগিতা প্রসারে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে দুদেশের যৌথ বিবৃতিতে যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১. কৃষি সহায়তা সমঝোতা স্মারক,
২. সিলন শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক;
৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক এফেয়ার্স (BIISS) এবং লক্ষণ কাদিরাগামা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (LKIIRSS) এর মধ্যে সমঝোতা স্মারক;
৪. উভয় দেশের বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের মধ্যে উচ্চশিক্ষা ও সহযোগিতা স্মারক;
৫. দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অর্থখাত ও সেবা সংশ্লিষ্ট সহযোগিতা;
৬. বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও বন্দরনায়েক ডিপ্লোমেটিক ট্রেনিং ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা স্মারক;
৭. বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA) ও বোর্ড অব ইনভেস্টমেন্ট অব শ্রীলঙ্কার মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও প্রতিবন্ধকতা দূরীকরণে সমঝোতা স্মারক;
৮. বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইন্সটিটিউট (BSTI) ও শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ড ইন্সটিটিউট (SLSI) এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহায়তা;
৯. বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) ও শ্রীলংকান ন্যাশনাল নিউজ এজেন্সি লংকাপুভাত লি: এর মধ্যে সহযোগিতা;
১০. রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহায়তা;
১১. চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি (CBIFT) ও শ্রীলঙ্কা ইনস্টিটিউট ফর অ্যাপারেল এন্ড টেক্সটাইল মধ্যে সহযোগিতা;
১২. বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সংশ্লিষ্ট সমঝোতা স্মারক।
এছাড়া ২০১৭ এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন, যৌথ অংশীদারিত্বে বিনিয়োগ, বিনিয়োগ সুরক্ষা, কর ও শুল্কসহ বাণিজ্যিক সম্পর্ক সহজীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, বিনিয়োগ ও বাণিজ্যের প্রসারে ২০১১ সালে গঠিত হয় শ্রীলঙ্কা বাংলাদেশ বিজনেস কো-অপারেশন কাউন্সিল। এরই ধারাবাহিকতায় উভয় দেশের ব্যবসায়ী ফোরামের প্রতিনিধিরা বৈঠক, আলোচনা ও সহযোগিতা অব্যহত রেখেছেন। শ্রীলঙ্কার ৪৫টি কোম্পানী বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং বাংলাদেশের ৬টি কোম্পানী শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আমদানি পণ্যগুলোর মধ্যে নারিকেল থেকে তৈরি দ্রব্য, প্রাকৃতিক রবার, পশু, ভোজ্যপণ্য ও তেল, প্লাস্টিক, শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত কেমিক্যাল, ব্যাগ, পাটের ফেব্রিকস ও পেট্রোলিয়াম দ্রব্য অন্যতম। বাংলাদেশ এ্যাপারেল সামগ্রী ও ফার্মাসিটিক্যালস এর মাধ্যমে রপ্তানি শুরু করেছিল। বর্তমানে রপ্তানি পণ্যের মধ্যে নিটএয়্যার, ওভেন গার্মেন্টস, টেক্সটাইল, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কটন, কাঁচাপাট ও পাটজাত দ্রব্য, বাইক্যাল সহ আরো কিছু পণ্য রপ্তানি করছে। শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশের ফার্মাসিটিক্যাল ও গার্মেন্টস শিল্পের ভবিষ্যত সম্ভাবনাময়।
দক্ষিণ এশিয়ার দেশগুলো ভৌগোলিক সীমারেখায় আলাদা হলেও ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, গণতন্ত্র ও আঞ্চলিক মৈত্রী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সামগ্রিক বিবেচনায় একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭২ সালে স্বাধীনতার স্বীকৃতি ও ১৯৭৫ সালে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট-এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের যে সূচনা হয় তা পরবর্তিতে বিভিন্ন আঞ্চলিক জোট যেমন: সার্ক, সাপটা ও সাফটা, ইন্ডিয়ান ওশ্যান রিম কো-অপারেশন, এশিয়া কো-অপারেশন ডায়লগ, বিমসটেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কমনওয়েলথ, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় সহযোগী হিসেবে ক্রমে আজ একটি দৃঢ়তর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক সীমাবদ্ধ না রেখে আরও বেশি সংখ্যক দেশের সাথে সম্পর্কোন্নয়ন ঘটলে বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীলতা ও সীমাবদ্ধতা কাটিয়ে তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা আদায় করা সহজতর হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে এ সম্পর্ক কিভাবে, কোন উপায়ে এবং বিশ্বের কূটনৈতিক মেরুকরণের সমীকরণে কোন কৌশলে পররাষ্ট্র নীতি পরিচালিত হবে তা একটি সরকারের যোগ্যতা ও সাফল্যের অন্যতম মাপকাঠি। আন্তর্জাতিক ক্ষেত্রে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিসন্দেহে তা উন্নয়ন, প্রগতি, সমৃদ্ধি ও উন্নয়ন তথা সফল কূটনীতির বার্তা বহন করছে।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ফরেন মিনিস্ট্রি অব শ্রীলঙ্কা)