বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ

আজ (মঙ্গলবার) জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন এমন ৭৫ জন শান্তিরক্ষীকে আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে সন্মান জানানোর কথা। নিহত এই শান্তিরক্ষীদের মধ্যে আছেন বাংলাদেশের সামরিক বাহিনীর সাতজন সদস্য। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করছে। এই মূহুর্তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যত সেনা মোতায়েন রয়েছে, তার মধ্যে বাংলাদেশী সেনারাই সংখ্যায় সবচেয়ে বেশি। কিন্তু গত ২৪ বছর ধরে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহনের অভিজ্ঞতা বাংলাদেশের সামরিক বাহিনীতে পেশাগত দক্ষতা এবং পেশাদারিত্ব বাড়াতে কতটা সহায়ক হয়েছে? মোয়াজ্জেম হোসেন জানতে চেয়েছিলেন, বাংলাদেশের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুর রব খানের কাছে