এখন দেশজুড়ে পাট কাটার মৌসুম চলছে। পাটচাষি ও শ্রমিকেরা এখন পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, শুকানো এবং বাজারজাত করার কাজে ব্যস্ত। পাটের ফলনও সন্তোষজনক। পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোর এখন অবসরের সময় নেই। বগুড়ার হাটে প্রতি মণ পাট ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাট কাটা থেকে শুরু করে বাজারে তোলা পর্যন্ত প্রক্রিয়াটি বগুড়া থেকে সম্প্রতি ক্যামেরাবন্দী করা হয়েছে।