আদর্শ বাড়ি পেল প্রতিবন্ধী শিশু

ছয় বছরের শারীরিক প্রতিবন্ধী খাদিজাতুন কোবরা। তার দুটি হাত নেই জন্ম থেকে। খাদিজার ভবিষ্যৎ নিয়ে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকে তার অসহায় পরিবার। এবার অবসান হয়েছে সেই দুশ্চিন্তার। স্থানীয় সংসদ সদস্যের সদিচ্ছায় নতুন ঘর পেয়েছে শিশু কোবরা। বুধবার দুপুরে নাটোর শহরের কান্দিভিটা এলাকার কোবরার কাছে আদর্শ বাড়ি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আবেগে আপ্লুত সংসদ সদস্য বলেন, বাড়িটি ওই শিশুর জন্য ভবিষ্যৎ হয়ে থাকল। আগামীতে সুযোগ হলেই এমনি আরও বাড়ি করে দেবেন অন্য অসহায়দের। ইতিমধ্যে একজন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দিয়েছেন। এই বাড়ি হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরক, ৫ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, আকরামুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। শিশুটির মা মনিরা বেগম বলেন, তিনি কখনও ভাবেননি তার পঙ্গু মেয়ের জন্য কেউ এগিয়ে আসবেন। এটা অনেকটা স্বপ্নের মতো। এ জন্য তিনি সাংসদ শিমুলের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিবন্ধী শিশুটিকে নতুন বাড়ি করে দেওয়ায় প্রতিবেশীরাও খুশি হয়েছেন। প্রতিবেশী আকরাম, ফজের আলী ও রহিমা বেগম জানান, তারাও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। মেয়েটিকে নিয়ে কষ্টেই দিন কাটাচ্ছে পরিবারটি। বাড়ি করে দেওয়ায় তাদের দুঃখ কিছুটা কমবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের টিআর আদর্শ গৃহনির্মাণ প্রকল্পের আওতায় এ ধরনের বাড়ি তৈরি করে দুস্থ ও অসহায় মানুষকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় এ ধরনের আটটি বাড়ি নির্মাণ কাজ শেষ হয়েছে। আদর্শ এই গৃহনির্মাণ প্রকল্পের প্রতিটিতে দুটি করে ঘর, একটি স্বাস্থ্যসম্মত টয়লেট ও একটি নলকূপ স্থাপন করা হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে।