নৃত্যে জাতীয় পুরস্কার পেলেন শেরপুরের প্রিয়ন্তি ও বর্ষা

নৃত্যে জাতীয় পুরস্কার পেলেন শেরপুরের প্রিয়ন্তি ও বর্ষা
‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার-২০১৭’ এর নৃত্যে পৃথক দুইটি গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শেরপুরের প্রিয়ন্তি ও বর্ষা। গত ১৮ মে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে চূড়ান্ত পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি শেরপুরের বিজয়ী ওই দুই শিশুর হাতে পুরস্কার তুলে দেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান জানান, গত ১৪ মে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে শেরপুর জেলা থেকে পৃথক গ্রুপে পাঁচজন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে শহরের শেরীপাড়ার স্বর্গীয় রতন কুমার মালাকার ও রিপা রানীর মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়া মালাকার বর্ষা নৃত্যে সাধারণ ‘খ’ গ্রুপে এবং শহরের মাধবপুর মহল্লার কল্যাণ কুমার হোড় ও শিউলি হোড়ের মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোদেলা হোড় প্রিয়ন্তি কথক নৃত্যে ‘ক’ গ্রুপে অংশ নেয়।

পরে তারা চূড়ান্তপর্বে জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করে। প্রিয়ন্তি এবার নিয়ে টানা চারবার জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করলো। সে জেলার ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সাবেক প্রধান শিক্ষক রুহিনী কান্ত হোড়ের নাতনি বলে প্রিয়ন্তির মা শিউলি হোড় জানান।