নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীদের যশোর নিলেন এমপি আনার

ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের কমপেক্ষ ৩০জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আংশকাজনক।

তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার উদ্ধার কাজে অংশ নিয়ে নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে গুরুতর আহত রোগীদের যশোর নিয়ে যান। বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জ গামী শাপলা পরিবহনের ( সোনালী লিখন) একটি বাস (পাবনা-বা-১১-০০৭৮) দ্রুতগতিতে চলার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে চাপা আরোহীকে চাপা দিয়ে পাশ্ববর্তী একটি কড়াইগাছে ধাক্কা মারে।

এতে শিশু-নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। স্থানীয় জনতা ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি নিজেই রোগীদের উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভ করে রোগীদের যশোর হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএস প্রফুল্ল কুমার মজুমদার জানান, হাসপাতালে প্রায় ৩০ জনকে আনা হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।