জঙ্গি ধরিয়ে দেয়ায় সম্মাননা পেল ৩ নারী

ময়মনসিংহে জঙ্গিদের আটক করে পুলিশে ধরিয়ে দেয়ায় সাহসী তিন নারীকে পুরস্কার ও সম্মাননা দিয়েছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনের সভাকক্ষে ওই তিন নারীর প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা, একটি শাড়ি ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ৩ নারী হলেন- মোছা. আছিয়া খাতুন, মোছা. আয়াতুন্নেছা ও মিনারা খাতুন। তারা সবাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুরের বাসিন্দা। জানা যায়, গত ৯ মে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কানপুর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের ইমাম মোস্তাফিজুর রহমানকে (২৯) দৃর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল আহাদ (৩০) নামে একজনকে আটক করে পুলিশে দেয়- সম্মাননা পাওয়া ওই তিন নারী। দুঃসাহসী এ চ্যালেঞ্জ গ্রহণ ও বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে তাদের এ সম্মাননা ও পুরস্কার দেন ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম।