উচ্ছের ফলনে কৃষকের হাসি

অধুনালুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে উচ্ছের বাম্পার ফলন হয়েছে। অল্প খরচে উচ্ছের বাম্পার ফলনের কারণে এখন অনেকেই ঝুঁকে পড়ছেন উচ্ছে চাষে। এতে বেশি লাভ দেখছেন চাষিরা। কৃষকের সঙ্গে কৃষাণিরাও উচ্ছে ক্ষেতে কাজ করছেন। চলতি মৌসুমে উচ্ছের দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা। দাসিয়ারছড়াসহ ফুলবাড়ীতে কৃষকের উৎপাদিত উচ্ছে জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। প্রতিদিন অস্থায়ী উচ্ছের হাট বসে ফুলবাড়ীর সাউদের মসজিদ চত্বর, আমতোলা বাজার ও কুমাটারী মোড়ে। সকাল হলেই এ বাজারে উচ্ছে চাষিদের ভিড় জমে। চাষিরা উৎপাদিত উচ্ছে নিয়ে আসেন বিক্রির জন্য। প্রতি মণ উচ্ছে বিক্রি করছেন ৭০০ থেকে ৮০০ টাকা দরে। এক বিঘা জমিতে উচ্ছের ফলন হচ্ছে ২৫-৩০ মণ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা ঝুঁকে পড়ছেন উচ্ছে চাষে। দাসিয়ারছড়া ছিটমহলের অধিকাংশ কৃষকের জমিতে উচ্ছে চাষ হচ্ছে এখন। নওগাঁ জেলার পরমানন্দপুরের হবিবর রহমান জানান, বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আমরা এখানে উচ্ছে ক্রয় করতে এসেছি। অন্যান্য স্থানের চেয়ে এখানে দেশি উচ্ছে বেশি চাষাবাদ হয়। দাসিয়ারছড়ার উচ্ছে চাষি হবিবর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম ও সুভাষ চন্দ্র জানান, এক বিঘা জমিতে গত ৩ বছর ধরে উচ্ছে চাষ করে আসছেন। এতে উচ্ছে চাষে বিঘাপ্রতি খরচ হয় ৭-৮ হাজার টাকা। আর উচ্ছে বিক্রি করে পাওয়া যায় ৩০ থেকে ৩২ হাজার টাকা। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে এবার উচ্ছে চাষ হয়েছে।