৩৬টি গ্যালারির ৩ হাজার নিদর্শন নিয়ে জাতীয় জাদুঘরের ‘ভার্চুয়াল গ্যালারি’ যাত্রা শুরু করেছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি অনলাইনে এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত সব প্রত্নতত্ত্ব ও ইতিহাস ঐতিহ্যের ছবি দেখতে পারবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে মঙ্গলবার রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘরের এই ভার্চুয়াল যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ভার্চুয়াল গ্যালারি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
‘ভার্চুয়াল গ্যালারি’র সকল নিদর্শন মানসম্পন্ন আলোকচিত্রে ভার্চুয়াল গ্যালারি করা হয়েছে। সব গ্যালারি অ্যানিমেশন আকারে তৈরি করা হয়েছে।
যে কেউ অনলাইনে জাতীয় জাদুঘরের ওয়েবসাইট (http://bangladeshmuseum.gov.bd/vt/ ) ভিজিট করে ৩৬টি গ্যালারির ৩ হাজারের অধিক নিদর্শনের মানসম্মত আলোকচিত্র সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘণ্টা দেখতে পারবে।
জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।