যৌথ অর্থায়নে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১৬ সালে এক হাজার ৪০০ কোটি ডলারের সহ-অর্থায়ন জোগাড় করেছে। বিপুল এ অর্থের সংস্থান সংস্থাটির ৫০ বছরের রেকর্ড। এডিবির বোর্ড অব গভর্নরসের ৫০তম বার্ষিক সভায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

গতকাল শনিবার জাপানের সম্রাট আকিহিতোর বড় ছেলে প্রিন্স নারুহিতো বোর্ড সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উন্নয়নের জন্য অংশীদারিত্ব নামের এই প্রতিবেদনের তথ্য মতে, গত বছর বাংলাদেশের অনুকূলে এডিবির সহযোগিতায় ৮৫ কোটি ৭০ লাখ ডলার সহ-অর্থায়ন অনুমোদিত হয়েছে; যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ২৫৮ কোটি ডলার সহ-অর্থায়ন পেয়েছে ভারত।

ছয় প্রকল্পে এআইআইবি, বিশ্বব্যাংক, সিডা, এএফবি, জাপান, কোরিয়া, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেনসহ বিভিন্ন সংস্থা ও দেশ থেকে বিভিন্ন প্রকল্পে এডিবি এই অর্থায়ন জোগাড় করে দিয়েছে। এসব প্রকল্পে এডিবির ঋণের পরিমাণ ১০৯ কোটি ডলার।

উপকূলীয় শহরগুলোতে পরিবেশগত অবকাঠামো উন্নয়নের একটি প্রকল্পে অতিরিক্ত সহায়তা হিসেবে ইউএফপিএফ তহবিল থেকে ৬০ লাখ ডলার এনে দিয়েছে এডিবি। ঢাকায় পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে এডিবি অনুমোদন করেছে ২৭ কোটি ৫০ লাখ ডলার। আর ডেনমার্কের কাছ থেকে ২০ কোটি ডলার এবং ফ্রান্সের কাছ থেকে ১২ কোটি ৮০ লাখ ডলার জোগাড় করে দিয়েছে। প্রাকৃতিক গ্যাস অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এডিবি অনুমোদন করেছে ১৬ কোটি ৭০ লাখ ডলার। এ প্রকল্পে চীনের নেতৃত্বে গঠিত এআইআইবি দিচ্ছে ছয় কোটি ডলার।

এডিবি এ পর্যন্ত এআইআইবির সঙ্গে দুটি প্রকল্পে অর্থায়ন অংশীদার হয়েছে, যার একটি বাংলাদেশে। রেলওয়ে খাত বিনিয়োগ কর্মসূচি (চতুর্থ পর্যায়) নামে একটি প্রকল্পে এডিবির সঙ্গে জাপান দিয়েছে ১১ কোটি ৬৭ লাখ ডলার। কোরিয়া দিয়েছে দুই কোটি ২০ লাখ ডলার। এ প্রকল্পে এডিবি অনুমোদন করেছে পাঁচ কোটি ডলার। রেল যোগাযোগের জন্য দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) প্রকল্পে এডিবির অর্থায়ন ৫০ কোটি ৫০ লাখ ডলার। এখানে কোরিয়া দিচ্ছে ১৯ কোটি ২০ লাখ ডলার। এর বাইরে চারটি কারিগরি প্রকল্পে সহ-অর্থায়ন জোগাড় করেছে এডিবি।