ঋণ পরিশোধে ১০ বছর সময় পাচ্ছেন কাঁচাপাট রপ্তানিকারকরা

ঋণ পরিশোধে ১০ বছর সময় পাচ্ছে কাঁচাপাট রপ্তানিকারকরা। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে অবহিত করে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপণপূর্বক ২ বছরের রেয়াতকালসহ ১০ বছরের পরিশোধসূচি প্রদান করে ব্লক হিসেবে স্থানান্তর হবে। এছাড়া হালনাগাদ লেজার বকেয়া এ সুবিধার আওতাভুক্ত হবে। ঋণঝুঁকি নিরসন কৌশলের আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানত গ্রহণ করতে হবে। ব্ল­ক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড হারে সুদ আরোপ হবে। যারা এর আগে ব্লক সুবিধা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও এ সুবিধা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থমন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার নির্দেশনা ও সুপারিশের আলোকে সরকার কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে বলা হয়, ঋণগ্রহীতার চাহিদা এবং ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণপ্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কাঁচাপাট রপ্তানি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণী বিন্যাসিত হয়েছে তাদেরকেও এ সুবিধার আওতায় আনার ক্ষেত্রে কেসের গুণাগুণ অনুযায়ী কেস টু কেস ভিত্তিতে সংশি­ষ্ট ব্যাংক কর্তৃক বিবেচনা করা যেতে পারে। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয়পক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে।