বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিসচিয়ান মার্টিন ফচ বলেছেন, বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ একত্রে ও শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
এ দেশে সব ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের সহাবস্থান দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সত্যিই বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম শান্তির দেশ। এখানকার মানুষ যেমন সহজ-সরল, তেমনি সচেতন ও পরিশ্রমী। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে সুইজারল্যান্ডের দাতা সংস্থা হেকস-এপারের অর্থায়নে বেসরকারি সংস্থা ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, হেকস্-এপারের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা খালিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আখতারুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি ইএসডিওর পীরগঞ্জ প্রেমদীপ অফিসে মানবাধিকার সুরক্ষা কমিটির সভায় বক্তব্য রাখেন।