মিজানের পরিবেশবান্ধব যন্ত্র

একের পর এক ডিজিটাল যন্ত্র উদ্ভাবন করে প্রশংসা কুড়িয়েছেন যশোরের শার্শা সামলাগাছি গ্রামের মোটর মেকানিক মিজানুর রহমান মিজান। এবার তিনি অল্প খরচে স্বল্প সময়ে পরিববেশবান্ধব যন্ত্র উদ্ভাবন করে পাচ্ছেন পরিবেশ পদক। যন্ত্রটি দিয়ে হাতের স্পর্শ ছাড়াই হোটেল-রেস্তোরাঁ, ডাস্টবিন, রাস্তা ও বাড়িঘর থেকে তোলা যাবে ময়লা। এ ধরনের যন্ত্র উদ্ভাবনের জন্য ঢাকায় ডিজিটাল পরিবেশ মেলায় এবার তাকে দেয়া হবে পরিবেশ পদক। যন্ত্রটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ২৩০ টাকা। যন্ত্রটি দেখতে শটগানের মতো। স্থানীয়দের কাছে স্বল্পমূল্যের পরিবেশবান্ধব এ যন্ত্রটির কদর বেড়েছে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান মন্টু। শিক্ষার্থী সাথি খাতুন, মনির হোসেন ও কাকলী ম-ল বলেন, যন্ত্রটি তাদের পরিবারে ব্যাপক কাজে দেবে। হাতের স্পর্শ ছাড়া ময়লা তোলার আধুনিক এ যন্ত্র দিয়ে তারা পরিবারের ময়লা পরিষ্কার করতে পারবেন। এজন্য তারা মিজানকে ধন্যবাদ জানান।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও আবু হুরাইরা জয় বলেন, গ্রামের ছেলে মিজান একের পর তাক লাগানো যন্ত্র তৈরি করছেন। এবার তৈরি করেছেন পরিবেশবান্ধব যন্ত্র। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের গ-ি পেরিয়ে বিদেশেও তার তৈরি যন্ত্র রফতানি করতে পারবেন। তারা তার সফলতা কামনা করেন।
উদ্ভাবক মিজান বলেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় মানুষের অনুপ্রেরণায় একের পর এক যন্ত্র উদ্ভাবন করেছেন। সর্বশেষ উদ্ভাবন করেছেন পরিবেশবান্ধব যন্ত্র। সরকারের সহযোগিতা পেলে এ যন্ত্রটি আরও আধুনিক করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারবেন বলে আশা করেন তিনি।