বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে চায় ডেনমার্কের উদ্যোক্তারা

ডেনমার্কের জ্বালানী ও পানি ব্যবস্থাপনা খাতের নেতৃস্থানীয় ১৯টি কোম্পানির প্রতিনিধি ঢাকায় এসেছেন। তারা বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। প্রতিনিধি দলটির বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে, যেখানে টেকসই উন্নয়নে ডেনমার্কের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডানিডা বিজনেস ডেলিগেশন হিসেবে পরিচিত এ দলটি বাংলাদেশের ডেনমার্ক দূতাবাস ও ডেনিশ কোম্পানি অ্যান্ডারসন কনসাল্টের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছে।

এ সম্পর্কে বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সোরেন রোবেনহাগেন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে ডেনমার্কের পানি ব্যবহার ও জ্বালানী দক্ষতায় পারদর্শী প্রাইভেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে এখানে তৈরি পোশাক খাতে টেকসই উন্নয়ন করা দরকার। আমরা আশাবাদী এবারের সফরে বেশ কিছু ব্যবসায়ীক সম্পর্ক তৈরি হবে, যার মাধ্যমে টেকসই উন্নয়নে ডেনমার্কের বেসরকারি অবদান রাখতে পারবে।