ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ফিজিক্যালি চ্যালেঞ্জড ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

মঙ্গলবার জগন্নাথ হল মাঠে ভারতকে ১১০ রানে হারায় বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তোলে ১৪.৩ ওভারে ১৫৩ রান। অধিনায়ক ফয়সাল খান সুমিত ৯৬ রানে অপরাজিত থাকেন ৬১ বলে।আমিন উদ্দিন করেন ৪২ বলে ৬০। পরে ১৪ বলে ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলেন সুজাউল ইসলাম।

২০ ওভারে ৪ উইকেটে ২৩৭ রানের এভারেস্ট গড়ে বাংলাদেশ। জবাবে ভারত ২০ ওভার খেলে ৬ উইকেটে তুলতে পারে ১২৭ রান।

বাংলাদেশের সুজাউল ও মোয়াজ্জেম নেন দুটি করে উইকেট।বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই ভারতই। গ্রুপ পর্বে এই দুই দলের কাছে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।