ফুলপুরে টমেটো চাষে স্বাবলম্বী শতাধিক কৃষক

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মাটি ও আবহাওয়া টমেটো চাষে উপযোগী। এতে এ গ্রামের শতাধিক মানুষের ভাগ্য বদলে গেছে টমেটো আবাদ করে। ভালো ফলন আর উপযুক্ত বাজারদর পাওয়ায় খুশি তারা।
সাহাপুর গ্রামের শফিকুল ইসলাম সাড়ে ২৮ শতাংশ জমিতে এবার টমেটো চাষ করেছেন। এতে খরচ পড়েছে ১৮ হাজার টাকা। টমেটো বিক্রি করে উৎপাদন ব্যয় বাদে লাভ হয়েছে ৫০ হাজার টাকা। আরেক গ্রামবাসী আওলাদ হোসেন জানান, ১৫ হাজার টাকা খরচ করে প্রথম দফায় ১৯ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন। ৫৩ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। দ্বিতীয় দফায় আরো ১৫-২০ হাজার টাকার বিক্রি করতে পারবেন বলে জানান। অন্যরা জানান, কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শেই এবার মাচায় টমেটো চাষ করেছেন। মাচায় টমেটো চাষ হওয়ায় পচনশীল কোনো রোগ হয়নি। তাই ফলন ভালো পাওয়া গেছে।
টমেটোর পাশাপাশি অন্য সবজি আবাদও করে থাকেন সাহাপুর গ্রামের বাসিন্দারা। ফুলপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, কৃষকদের সবসময় পরামর্শ দেয়া হচ্ছে। পরামর্শ অনুযায়ী টমেটো চাষ করে তারা লাভবান হয়েছেন।
ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান জানান, ফুলপুরের কয়েকটি এলাকায় টমেটোর ভালো ফলন হয়েছে। শুধু ফুলপুর নয়, ময়মনসিংহ জেলাজুড়েই সবজির বাম্পার ফলন হচ্ছে। একসময় এ অঞ্চলের চাহিদা মেটাতে অন্য জেলা থেকে সবজির জোগান দিতে হতো। এখন ময়মনসিংহে উৎপাদিত সবজিতেই স্থানীয় চাহিদা পূরণ সম্ভব। এছাড়া এসব সবজি সরবরাহ হচ্ছে অন্য জেলাগুলোয়। লাভজনক হওয়ায় কৃষকরা সবজি চাষে আগ্রহী হচ্ছেন।