এগিয়ে যাবে বাংলাদেশ

চলছে বিএফএফ-সমকাল পঞ্চম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০১৭। ২৩ ও ২৫ মার্চ সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, সিলেট, যশোর, হবিগঞ্জ ও মৌলভীবাজার অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের বিতর্ক। সুহৃদ সমাবেশের আয়োজনে বিভিন্ন পর্যায়ে সহযোগিতায় রয়েছে_ পাওয়ার্ড বাই বসুন্ধরা খাতা এনলাইটেন্ড বাই এসিআই পিওর সল্ট প্রাইজ পার্টনার ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, নলেজ পার্টনার আগামী গোল্ডেন পার্টনার বঙ্গজ বিস্কুট এবং ব্যবস্থাপনায় রয়েছে কিংবদন্তী মিডিয়া

সাতক্ষীরা

এম কামরুজ্জামান

সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের প্রজ্ঞা পারমিতা রহমান। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো_ সাতক্ষীরা সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউট, পলাশপোল হাই স্কুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ গার্লস হাই স্কুল ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক পবিত্র মোহন দাস, সহকারী অধ্যাপক ওলিউর রহমান ও অধ্যাপক আনিসুর রহিম। সকালে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদউদ্দিন আহমেদ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লিয়াকত পারভেজ। সুহৃদ সমাবেশের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সহকারী অধ্যাপক ওলিউর রহমান, শিক্ষক আনিছুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ।

বাগেরহাট

দেলোয়ার হোসেন

শহরের রেড ক্রিসেন্ট ভবনের আস বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন বিতার্কিক অংশ নেয়। এতে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন দলের এইচ এম নিয়াজ উদ্দিন রিফাত শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো_ যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সুন্দরঘোনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক চৌধুরী আবদুর রব, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার বসু, খানজাহান আলী ডিগ্রি কলেজের প্রভাষক বুলবুল তালুকদার।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা সুহৃদ সমাবেশের সভাপতি হায়দার আলী বাবু। এতে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক আবদুল বাকী তালুকদার, বিএফএফের প্রোগ্রাম অফিসার মোরশেদ আলম, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো. আল আমিন হুসাইন ও সমকালের বাগেরহাটের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সাকির হোসেন, সদস্য তানজির হোসেন, প্রকাশ কুমার পাল, হেনা খাতুন, তৈফুন নাহার, লুৎফা দিহিদার প্রমুখ।

নড়াইল

শামীমুল ইসলাম

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন দলের সাদিয়া আফরোজ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো_ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোবরা পার্বতী বিদ্যাপীঠ, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় ও চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস। অন্য দুই বিচারক হলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস ও একই কলেজের প্রভাষক তরফদার সাজ্জাদ হোসেন।

সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রভাষক প্রশান্ত সরকারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল আবদুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মলি্লক। সকালে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকালের নড়াইল প্রতিনিধি শামীমুল ইসলাম, লোহাগড়া প্রতিনিধি মো. রেজাউল করিম ও সুহৃদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বাপ্পি।

ঝিনাইদহ

মাহমুদ হাসান টিপু

ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতায় টানা চতুর্থবার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের ফাহমিদা তাসনিম। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো_ ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও শৈলকূপা উপজেলার পি. ডি. আর মাধ্যমিক বিদ্যালয়।

সুহৃদ সমাবেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আবদুস সালামের সভাপতিত্বে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুষেন্দু কুমার ভৌমিক। সমকালের শৈলকূপা প্রতিনিধি তাজনুর রহমান ডাবলুর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। অন্যদের মধ্যে বিচারক ছিলেন উপাধ্যক্ষ আবদুস সালাম, হরিণাকুণ্ডু লালন শাহ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শরিফুজ্জামান ও ঝিনাইদহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আলাউদ্দীন আজাদ।

সিলেট

ফয়সল আহমদ বাবলু

সিলেট শাহজালাল উপশহর হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ব্যাংক স্কুল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা সুপ্রভা সুবহা জামান। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো দশগ্রাম উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজালাল উপশহর হাইস্কুল ও দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল। বৈরী আবহাওয় উপেক্ষা করে সকালে প্রতিযোগিতাস্থলে হাজির হয় বিতার্কিকরা। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তারা তাদের মেধা ও জ্ঞানের জগতের জানান দিতে পারে। মেয়র বলেন, সমকাল বিজ্ঞান নিয়ে যে আয়োজন করে আসছে তা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের উপকারে আসবে।

সমকাল সুহৃদ সুব্রত বসু বাপ্পার সভাপতিত্বে ও সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার মুকিত রহমানী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল উপশহর হাইস্কুলের প্রধান শিক্ষক এম আক্কাস আলী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তাসলিমা আক্তার ও শাবির ডিবেটিং সোসাইটির ইংরেজি বিতর্কের সমন্বয়ক জান্নাতুল তাজরীন। অনুষ্ঠানে শাহজালাল উপশহর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, সিনিয়র শিক্ষক রুহুল আলম, বসুন্ধরা টিস্যু অ্যান্ড এ ফোর পেপার অ্যান্ড হাইজিন প্রোডাক্টের এজিএম (সেলস) মো. আবদুল মান্নান, দীপশিখা স্কুলের শিক্ষক সুহেল আহমদ, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাস ও নেছার উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুহৃদ সুজিত দাস, সাবের হোসেন রানা প্রমুখ।

এসএম তৌহিদুর রহমান

যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা শাহরিয়ার হোসেন। অংশগ্রহণকারী অপর দলগুলো হলো যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর ওয়েলফেয়ার একাডেমি ও নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আহসান হাবিব। সুহৃদ সমাবেশ যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, বিতর্ক আয়োজন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা হুমায়ূন কবীর, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বক্তব্য রাখেন। উপস্থাপনায় ছিলেন সুহৃদ সমাবেশের সহসভাপতি নবনীতা সাহা তপু। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সমন্বয়ক সমকালের যশোরের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, বসুন্ধরা গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার মোস্তফা কামাল প্রমুখ। সুহৃদ উপদেষ্টা হারুন অর রশীদের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্, সরোয়ার হোসেন, এনজিও ব্যক্তিত্ব হাসিব নেওয়াজ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত শুভ, সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

মৌলভীবাজার

নূরুল ইসলাম

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। এতে দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল চ্যাম্পিয়ন ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা তাসকিয়া জান্নাত তানিশা। বিতর্কে অংশ নেওয়া অপর দলগুলো হলো আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়াল হাই স্কুল, আজাদ বখত হাই স্কুল অ্যান্ড কলেজ, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও দ্য বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী।

মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ শাহজাহান (অব.)। বিচারকের দায়িত্ব ছিলেন অধ্যাপক ড. রণজিত সিংহ, মো. মুসলেহ উদ্দিন জুনেদ, সাংবদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব। সহযোগিতায় ছিলেন বীথি আক্তার।

সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মহিদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। সাংবাদিক পান্না দত্ত, এএস কাঁকন প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জেলা শিল্পকলা একাডেমি কর্মকর্তা যূথী সিনহা, সাংবাদিক মোহাম্মদ রাফি চৌধুরী, সুহৃদ কামরুল হাসান মিজু, শিল্পকলা একাডেমির মিজানুর রহমান, জহিরুল ইসলাম প্রমুখ।

হবিগঞ্জ

শোয়েব চৌধুরী

হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বানিয়াচং মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের লুৎফুর রহমান তহবিলদার। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দলগুলো হলো বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট আদর্শ বিদ্যালয়, হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ও চাটপাড়া উচ্চ বিদ্যালয়।

সমকালের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশের হবিগঞ্জ জেলা শাখার কর্মী শাকিলা ববির উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নাটাব হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, বানিয়াচং মেধা বিকাশ স্কুলের শিক্ষিক রিংকু চন্দ্র দেব, অভিভাবক প্রমথ সরকার, শিক্ষার্থী শেখ ফারিয়া বখত, প্রদীপ্ত সরকার প্রমুখ।