৭৭ হাজার কিলোমিটার লাইন নির্মাণের দুটি প্রস্তাব

পল্লী এলাকার শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনতে আরও ৭৭ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের প্রকল্প নিচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। বাপবিবোর প্রধান প্রকৌশলীর দফতরের তত্ত্বাবধানে সম্প্রতি পরিচালিত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য ৪ লাখ ৭২ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা প্রয়োজন। ২০১৬ সালের জুন পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে পল্লী বিদ্যুতায়নের সুবিধার আওতায় এসেছে ১ কোটি ৬২ লাখ গ্রাহক। বর্তমানের ১৫টি প্রকল্পের আওতায় ৮০ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করা হচ্ছে। এই অবস্থায় শতভাগ বিদ্যুতায়নের জন্য বাপবিবো দেশের পূর্বাঞ্চল (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এবং পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগ) জন্য নতুন ২টি উন্ন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ১৪ হাজার ৩৫৫ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পই ২০১৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পের আওতায় ৩৯ হাজার ১০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। এ বিতরণ লাইন নির্মাণ হলে ১৩ লাখ ৭০ হাজার গ্রাহককে বিদ্যুত্ সংযোগ দেওয়া সম্ভব হবে। একইভাবে পশ্চিমাঞ্চলে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হবে ৩৮ হাজার ১০ কিলোমিটার লাইন। যার মাধ্যমে ১৩ লাখ ৩০ হাজার গ্রাহককে বিদ্যুত্ সংযোগ দেওয়া হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মকর্তারা জানান, ১৯৭৬ সালে পরিচালিত সমন্বিত সম্ভাব্য সমীক্ষার ফলস্বরূপ বাপবিবো সমবায়ের মাধ্যমে এলাকাভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম শুরু করে। চলমান ৮০ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের প্রকল্পসহ প্রস্তাবিত ওই দুই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের রূপকল্প-২০২১ অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতোমধ্যে প্রকল্প দুটির প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের যাচাই-বাছাই শেষে প্রকল্প প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানা গেছে। পূর্বাঞ্চলের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পে জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৭ হাজার ৩৬২ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ২২৮ কোটি ৭৫ লাখ টাকা দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রকল্পের আওতায় ৩৯ হাজার ১০০ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ ছাড়াও ৬১টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যমান ৯৭টি উপকেন্দ্রেরও ক্ষমতা বাড়ানো হবে। পশ্চিমাঞ্চলের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগ) প্রকল্পের মোট বরাদ্দ চাওয়া হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে বাস্তবায়নকারী সংস্থা জোগান দেবে ১ হাজার ২২৮ কোটি টাকা। প্রকল্পের আওতায় ৩৮ হাজার ১০ কিলোমিটার নতুন বিতরণ লাইন এবং ৪৮টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়াও বিদ্যমান ৫৬টি ৩৩/১১ কেভির ক্ষমতা বাড়ানো হবে।