জৈব বালাইনাশক তৈরি করছেন নকলার কৃষক

শেরপুরের নকলা উপজেলায় নিজেদের তৈরি জৈব বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদন করছেন কৃষক। আর জৈব বালাইনাশক তৈরি করতে এখানে গড়ে তোলা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ প্রশিক্ষণ কেন্দ্রের সফলতা ও সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি ঝুঁকছেন কৃষক। এর ফলে গ্রামীণ কৃষক একদিকে যেমন বেশি দামে দেশি-বিদেশি রাসায়নিক কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন না, অন্যদিকে অল্প মূলধনে ও স্বল্প পরিশ্রমে সহজলভ্য জিনিসে নিজেদের তৈরি বালাইনাশক জমিতে ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন। তাছাড়া এসব বালাইনাশক ব্যবহারের ফলে আবাদি জমি দিন দিন ফিরে পাচ্ছে তার হারানো উর্বরা শক্তি, বাড়ছে উৎপাদন। বিষমুক্ত শাকসবজি ও ফসল উৎপাদন করছেন কৃষক। এসব শাকসবজি, ফলমূল ও শস্য পেয়ে খুশি ক্রেতারাও।
জানা যায়, আতাফল ও নিমগাছের মতো বিভিন্ন ওষুধি গাছের বাকল, পাতা, ফল, মূল, চুন ও গো-চেনা দিয়ে তৈরি এ জৈব বালাইনাশক দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন স্থানীয় কৃষক। আগামীতে এর ব্যবহার আরও বাড়বে বলে জানিয়েছেন মাটি অফিসের কর্মকর্তা, কৃষক ও উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তারা।