প্রধানমন্ত্রীর উপহার এ ব্রিজ

হাওরের শিক্ষার্থীদের আর সাঁকো বা নৌকা দিয়ে বিদ্যালয়ে যেতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২৬ লাখ টাকা বরাদ্দ এনে ৩২ ফুট দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন হবিগঞ্জ-সিলেটের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ ব্রিজ হলে সাতকাপন ইউনিয়নের ‘বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের আর কষ্ট করতে হবে না। শুধু বখতারপুর প্রাথমিক বিদ্যালয়ের জন্য নয়, এর আগে একই ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্রিজ নির্মাণ করে দিয়েছেন কেয়া চৌধুরী। ২টি ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে এমপি কেয়া চৌধুরী বলেন, জনগণের সেবা দিতে আওয়ামী লীগ কাজ করে। আর শিক্ষার মাধ্যমে জাতিকে আলোকিত করাই সরকারের মূল লক্ষ্য। তাই পিছিয়ে পড়া, জনপদের শিশুদের শিক্ষাকে সর্বজনীন করতে জননেত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপের মধ্যে এই প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্রিজ নির্মাণ একটি অন্যতম উদাহরণ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ সাতকাপন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও ভ্রান্তিপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।