প্রকৃতির নানা প্রতিকূলতার ফাঁদে পড়ে পান বরজে মড়ক লেগে নষ্ট হয়ে গেছে বরজ। তাই লোকসান এড়াতে নষ্ট হওয়া পান বরজের অবকাঠামোর মধ্যে লাউ আবাদ করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভেলাইপুর গ্রামের চিনির উদ্দিন নামের এক পান চাষি। লোকসান এড়াতে নষ্ট হওয়া পান বরজের মূল অবকাঠামোর মধ্যে লাউ আবাদ করে ইতো মধ্যে এলাকায় চমক সৃষ্টি করেছে।
পান বরজের মধ্যে লাউ আবাদ করে তার আয় থেকে পান বরজ মেরামতের স্বপ্ন দেখছেন তিনি।
জানা গেছে, বিগত বছরগুলোতে পান চাষে লাভবান হওয়ায় চুয়াডাঙ্গার আরমডাঙ্গা উপজেলার পান চাষিরা নুতন করে পান চাষে ঝুঁকে পড়েছিল। এলাকার পান চাষিরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে নতুন নতুন পান বরজ তৈরির প্রতিযোগিতা শুরু করে। অনেক চাষি নিজের জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে পান বরজ তৈরি করে। নুতন নতুন বরজে পানের গাছান ভালো হয়েছিল। কিন্তু বিধি বাম নানা প্রতিকূলতার ফাঁদে পড়ে পান বরজ আক্রান্ত হয়ে মড়ক দেখা দেয় এবং মরে যেতে শুরু করেছে।
পান চাষ করে এ জনপদের অনেক চাষি আজ স্বাবলম্বী হয়েছে। অনান্য ফসলের লাভ কম হওয়ায় ব্যাপক হারে নুতন করে পান বরজ তৈরি করা শুরু হয়। পান চাষে যেমন নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার পর অনেক দরিদ্র লোকের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে পান বরজে। নানা প্রতিকুলতার ফাঁদে পড়ে পান বরজে ঘটে যাওয়া বিপর্যয়ের ফলে অনেক পান চাষি আজ বরজ হারিয়েছে। পুঁজির অভাবে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পান বরজ সংস্কার করতে পারছে না।
উপজেলার ভেলাইপুর গ্রামের বাহার আলীর ছেলে চিনিরউদ্দিন বলেন, উপজেলার ভেলাইপুর মোড় তেকে আসমানখালী সড়ক ধরে একটু সামনে এগিয়ে গেলেই দাপাড়ের মাঠের রাস্তা সংলগ্ন ডান হাতে দশ কাঠা জমিতে ৫০ পিল পান বরজ ছিল। নিয়মিত পরিচর্যা করে সার, খৈল, ছত্রাক বালাই নাশক ছিটিয়ে এ বরজে তৈরি করেছিলাম। গত বর্ষা মৌসুমে নানা প্রতিকূলতার ফাঁদে পড়ে অনেক সাধের পান বরজ নষ্ট হয়ে যাওয়ার কারনে ৫০ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। টাকার অভাবে বরজ সংস্কার করতে পারছি না।
লোকসানের বোঝা মাথায় নিয়ে এ দিক ও দিক ছুটে বরজ সংস্কারের কোন টাকা সংকুল করতে পারিনি। তাই বরজের মুল ভৌত অবকাঠামো অধিক ফলনশীল লাউ আবাদ করেছি। বরজের জমিতে জীওনের সব ডাল তাজা আছে। নেই কেবল চারদিক পাট কাঠি দিয়ে ঘেরা। নেই উপরের ছাউনি আর মাটিতে পানের লতা। লাউ গাছান হয়ে কেবল উপরে উঠেছে।
হতো মধ্যে লাউ ধরতে শুরু করেছে। ভালো ফলন হতে শুরু করেছে। ইতোমধ্যে প্রতিপিস ২০ টাকা দরে বেশ কিছু লাউ পাইকারি দরে ব্যবসায়ীরা কিনে নিয়ে গেছে আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাউ এর বাম্পার ফলন হবে। তাই পান বরজের মধ্যে লাউ আবাদ করে তার আয় থেকে পান বরজ মেরামতের স্বপ্ন দেখছি। এ জনপদের পান আবাদে অনেক লোকের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পানচাষিদের দাবি, সহজ শর্তে ব্যাংকঋণ ও পানচাষের ওপর উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করলে উপজেলায় ব্যাপকহারে পান চাষ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পান বরজে আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষিবিদরা বলেন, নুতন বরজে পানের লতা লাগনোর আগে জমি শোধন করে রোগ মুক্ত লতা লাগাতে হয়। বেশি পরিমাণ ইউরিয়া সার না দেওয়ার ব্যাপারে পরার্মশ রহিল। লতা পচা রোগ প্রতিরোধে বরজের পান গাছের গোড়া পরিষ্কার করে ছত্রাক নাশক সপ্রে করার জন্য পানচাষিদেরকে পরামর্শ দেয়া হয়ে থাকে। বরজে অন্য ফসল চাষ করলে বরজের পূর্ব জীবাণু মারা যায়। এই পদ্ধতিকে শস্য পর্যায় ঘটানো বলে। পরে বরজের ভৌত আবকাঠামোর মধ্যে পুনরায় পান বরজ গড়ে তোলা যায় দ্রুত।