বাংলাদেশে স্থাপিত প্রথম কাঁকড়ার হ্যাচারিতে পোনা উৎপাদন শুরু হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনীস্থ কলবাড়ীতে স্থাপিত নতুন এ কাঁকড়ার হ্যাচারিতে উৎপাদিত কাঁকড়ার পোনা নার্সারি পুকুরে অবমুক্ত করা হয়। কাঁকড়ার হ্যাচারিতে নিয়মিত উৎপাদন কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাসহ পিকেএসএফ ও এনজিএফ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের উপকূলীয় অঞ্চলে বিকাশমান কাঁকড়া চাষ খাতের উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রমোটিং এগ্রিকালচার কর্মাসিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পিএসিই) প্রকল্পের আর্থিক সহায়তায় পিকেএসএফ-এর সহযোগী সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়ার হ্যাচারিটি স্থাপন করেছে।
পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) মো. ফজলুল কাদের বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে এর আগে কাঁকড়ার হ্যাচারিতে পোনা উৎপাদনের বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করা হলেও এবারই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় দেশজ মানব সম্পদ দ্বারা পরিচালিত হ্যাচারিতে সফলভাবে কাঁকড়ার পোনা উৎপাদন সম্ভব হয়েছে।
তিনি বলেন, রপ্তানিমুখী কাঁকড়া চাষ খাতের ক্রমবর্ধমান চাহিদা মিটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁকড়ার পোনা সুন্দরবন হতে সংগ্রহ করা সম্ভব নয়। সুন্দরবন হতে বিপুল পরিমাণে কাঁকড়ার পোনা সংগ্রহ করার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষুন্ন হবে। এ প্রেক্ষিতে কাঁকড়ার হ্যাচারি স্থাপনের মাধ্যমে দেশে কাঁকড়ার পোনা উৎপাদনের এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে ছোট আকারের হ্যাচারি স্থাপনের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে, যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেরাই পোনা উৎপাদন করে কাঁকড়ার পোনার চাহিদা পূরণে সক্ষম হন।
উল্লেখ্য, পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বিগত ৬ এপ্রিল ২০১৬ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হ্যাচারির নির্মাণ কাজ উদ্বোধন করেন। অতঃপর, বিগত ২৭ আগস্ট ২০১৬ তারিখে তিনি এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম হ্যাচারিতে ভিয়েতনামী বিশেষজ্ঞগণের কারিগরি তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে উৎপাদিত পোনা নার্সারি পুকুরে অবমুক্ত করেন।