বেগুন সবজি হিসেবে অনেকের কাছে খুবই প্রিয়। ভর্তা এবং ভাজি খাওয়ার জন্য বেগুনের জুড়ি মেলা ভার। ফলে বেগুনের চাষও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আজকাল অনেক স্থানেই বাণিজ্যিকভাবে বেগুনের চাষ করা হচ্ছে। তবে সঠিক পরিচর্যায় এর ফলন কতটা বাম্পার হতে পারে সেটি হয়তো অনেকের জানা নেই। অবিশ্বাস্য হলেও সত্য একটি বেগুন গাছে প্রায় এক মণ বেগুন ধরেছে। যার প্রতিটি বেগুন দুই থেকে আড়াই কেজি ওজনের। আর বেগুন চাষ করে এমনই সফলতা দেখিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের সাঈদুল শেখ।
জানা গেছে, সাইদুল পেশায় একজন চাষি। ধান, সবজি ও চিংড়ি চাষের সঙ্গে যুক্ত তিনি। ৬ ছেলেমেয়ের সংসার তার। বাড়িতে ৬ কাঠা জমিতে এ বছর বেগুন চাষ করেছেন। বাম্পার ফলন হয়েছে তার ক্ষেতে। বর্তমানে উপজেলায় কৃষি মেলা চলছে তিনি এ মেলায় ক্ষেতের একটি বেগুনগাছ প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন। এ গাছটিতে প্রায় ১৫-২০ টি বেগুন ঝুলে থাকতে দেখা যায়। এর প্রতিটি বেগুন দুই থেকে আড়াই কেজি ওজনের। প্রায় ১ মণ বেগুন ধরেছে এ গাছটিতে। বাজার দর ভালো হলে গাছটি থেকে প্রায় ৩ হাজার টাকার বেগুন বিক্রি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উৎসুক লোকজন এ বেগুন গাছটি এক নজর দেখতে জড়ো হন।
সাইদুল জানান, চাষাবাদ করে সংসার চলে তার। ধান, সবজি চাষের পাশাপাশি বাড়িতে একটি নার্সারি করেছেন তিনি। এখান থেকে বিভিন্ন গাছ ও সবজির চারা বিক্রি করে প্রচুর অর্থ আয় করেন। এছাড়া ৬ কাঠা জমিতে বেগুন চাষ করে লাভের মুখ দেখতে পেয়েছেন। বাম্পার ফলন হয়েছে ক্ষেতে। বেগুন বিক্রি করে আর্থিক সচ্ছলতা ফিরে এসছে তার সংসারে। ৬ সন্তানের পড়াশোনার খরচ যোগানোর পাশাপাশি সংসার চালান চাষাবাদের টাকায়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসান জানান, উচ্চ ফলনশীল জাতের বেগুন এটি। এর সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া যায়। অন্য যেকোনো ফসলের চেয়ে এটি অধিক লাভজনক।