বিশ্বের ১২৭ দেশে ওষুধ রপ্তানি হচ্ছে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বিশ্বের ১২৭টি দেশে বাংলাদেশেরে তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে। দেশে যাতে ভেজাল ওষুধ তৈরি না হয সরকার তাতে তীক্ষ্ন দৃষ্টি রাখছে। ইতোমধ্যে ভেজাল ওষুধ তৈরির কারণে ৩০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সারাদেশের বিভিন্ন জেলা শহরের ন্যায় সিলেট নগরীতে আটটি মডেল ফার্মেসির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি ফার্মেসি মালিকদের উদ্দেশ্যে বলেন, ওষুধশিল্পের জন্য যে নীতিমালা আছে সে অনুযায়ী আপনারা ওষুধ বিক্রি করবেন এবং রাখবেন। আশা করব আপনারা কোন ধরনের ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখবেন না এবং যে সব ওষুধের অনুমতি নেই সেগুলো বিক্রি থেকে বিরত থাকবেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এডমিন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমেদ চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ ইডি) সিলেট বিভাগ এর নির্বাহী প্রকৌশলী এ. কে. এম বদরুল ইসলাম প্রমুখ।