আইএসএসএফ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপ ২০১৭ টুর্নামেন্টে মোট ৯টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণপদক। গতকাল দলগত ইভেন্টের পাঁচটি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরচাররা। একক ইভেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র স্বর্ণ পদকটি এনে দেন হীরা মনি। মেয়েদের রিকার্ভের এককে চ্যাম্পিয়ন হন তিনি। তা ছাড়া একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্চপদক পেয়েছে বাংলাদেশ।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিকার্ভের এককের ফাইনালে আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন হীরা মনি। আন্তর্জাতিক পর্যায়ে তার প্রথম স্বর্ণপদক জয় এটি। হীরা মনি জানান, এর আগে রৌপ্যপদক জেতা ছিল সর্বোচ্চ প্রাপ্তি। এসএ গেমসে খেললেও আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাফল্য ছিল না। এটাই প্রথম সাফল্য তার। স্বর্ণ জিতে অনেক উচ্ছ্বসিত হীরা মনি। কিন্তু কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ওঠেও স্বর্ণপদক জিততে পারলেন না বন্যা আক্তার। বন্যাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন ইরাকের ফাতিমা আল মাসাদানি। তার কাছে ১৩৫-১৩৩ পয়েন্টে হেরে যান বন্যা। ফলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
এদিকে রিকার্ভের পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক এনে দেন বাংলাদেশকে। ২০১৫ সালে যুব কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী তীরন্দাজ তামিমুল জানান, তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। কিন্তু রিকার্ভের এককে প্রত্যাশিত সাফল্য পাননি তামিমুল। তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। তাই দলীয় ইভেন্টের দিকেই মনোযোগ ছিল তার। অন্যদিকে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদা মিলে মালয়েশিয়ার আরচারদের ২১৪-২০৭ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। এর আগে মিলন মোল্লা কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জপদক জিতেছিলেন। তিনি জানান, এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল তার। ব্রোঞ্জের পর স্বর্ণপদক জেতায় অনেক আনন্দিত তিনি।
টুর্নামেন্টে বাংলাদেশের আরচারদের মধ্যে আলোচনায় ছিলেন ব্রাজিল অলিম্পিকে খেলা শ্যামলী রায়। কিন্তু একক ইভেন্টে হতাশ করেছেন তিনি। তবে দলগত ইভেন্টে বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন শ্যামলী। রিকার্ভের নারী দলগত ইভেন্টে তারা ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নেপালের আরচারদের। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত দুই ইভেন্টের স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ। রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে রোমান ও বিউটি ৬-২ ব্যবধানে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। তা ছাড়া সুস্মিতা-মামুন ১৫০-১৪২ স্কোরে ইরাককে হারিয়ে কম্পাউন্ডের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক এনে দেন। এর আগে গত শনিবার ব্রোঞ্জ জিতেছিলেন মিলন মোল্লা ও সুস্মিতা বণিক।
১৪ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো বাংলাদেশে আরচারির এ বড় টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। আগামী নভেম্বরে ৩২ দলের অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টের আগে ১৭টি দেশের অংশগ্রহণে আইএসএসএফ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপ ২০১৭ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইরান খেলতে আসেনি। ফলে ১৪ দলের অংশগ্রহণেই মাঠে গড়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের আরচারি কর্মকর্তাদের প্রত্যাশা ছিল ৯টি ইভেন্টের মধ্যে অন্তত ৬টি স্বর্ণপদক জয়ের। সেই প্রত্যাশা সফলভাবেই পূরণ করেছেন কোচ নিশীথ দাসের শিষ্যরা।