স্টিলের কাঠামোয় গাড়ি প্রবেশ করানোর পর হাইড্রোলিক চাপে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি উঠে যাবে নির্দিষ্ট সারিতে। কার্ড পাঞ্চ করলে আবার গাড়ি নামিয়ে এনে তুলে দেয়া হবে চালকের হাতে। সাতটি স্তরের প্রতিটিতে রাখা যাবে চারটি করে কার। ঘণ্টা হিসেবে নির্দিষ্ট ফি জমা দিয়ে গাড়ি রাখা যাবে এ মাল্টিলেভেল কার পার্কিং স্পেসে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর যানজট নিরসনের উদ্যোগ হিসেবে স্থাপন করছে এ স্বয়ংক্রিয় পার্কিং স্পেস।
ডিজিটাল এ পার্কিং স্পেস নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। ২০১৬ সালের শেষ দিকে এ প্রকল্পের দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজিজ অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। প্রথম দফায় নগরীর নিউমার্কেটে ২৮টি গাড়ি পার্কিংয়ের উপযোগী এ কার পার্কিং স্পেসটি নির্মাণ করা হবে।
সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম শহরে যানজট নিরসনের উদ্যোগ হিসেবে প্রথম দফায় নিউমার্কেট এলাকায় গাড়ি রাখার স্থানে মাল্টিলেভেল কার পার্কিং স্পেস নির্মাণ করতে যাচ্ছে সিডিএ। এজন্য গেল ডিসেম্বরে দরপত্র প্রক্রিয়াও শেষ করা হয়। দরপত্রের মাধ্যমে ৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নের কাজ পায় আজিজ অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মহিউদ্দিন জানান, নিউমার্কেটের গাড়ি পার্কিংয়ের স্থানে প্রতি তলায় পাঁচটি গাড়ি রাখার ব্যবস্থা করে মোট সাত তলাবিশিষ্ট এ মাল্টিলেভেল কার পার্কিং স্পেস নির্মাণ করা হচ্ছে। সাত তলার স্টিলের এ কাঠামোয় পাঁচটি করে মোট ৩৫টি গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। তবে গাড়ি চলাচলের জন্য ফাঁকা স্থান রাখার পর প্রতি তলায় চারটি করে গাড়ি রাখা যাবে। এতে সাত স্তরে মোট ২৮টি গাড়ি পার্ক করা যাবে। স্থান খালি থাকা সাপেক্ষে নির্দিষ্ট কার্ড পাঞ্চ করেই এখানে গাড়ি রাখার সুযোগ পাবেন যে কেউ। এজন্য পরিশোধ করতে হবে নির্দিষ্ট ফি। কার্ড পাঞ্চ করার পরই স্বয়ংক্রিয়ভাবে গাড়ি প্রবেশ করানো এবং বের করা যাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আলোকিত বাংলাদেশকে বলেন, যানজট চট্টগ্রামের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম। এ যানজটের কবলে পড়ে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অপচয় হচ্ছে জ্বালানি। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে এ যানজট হয়ে ওঠে দুর্বিষহ। পার্কিংয়ের জন্য পরিকল্পিতভাবে ভবন মালিকরা রাখেননি জায়গাও। তাই স্বল্প জায়গায় বেশি গাড়ি রাখার জন্য মাল্টিলেভেল কার পার্কিং সিস্টেম একটি কার্যকর ব্যবস্থা। সিডিএ প্রথমবারের মতো নিউমার্কেট এলাকায় এটি স্থাপন করছে। এতে সময় অনুযায়ী ফি দিয়ে পরিশোধ করে গাড়ি মালিকরা নিরাপদে গাড়ি রাখতে পারবেন।