স্বাস্থ্য খাতকে হাতের মুঠোয় আনার অ্যাপ উদ্ভাবন

বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করতে কানাডাপ্রবাসী ডাক্তার অসিত বর্ধন গুগল প্লেতে উন্মুক্ত একটি অ্যাপ উদ্ভাবন করেছেন। নাটোরের এসআরএ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় সারা দেশে সফটওয়্যারটি চালানো হবে। কানাডাপ্রবাসী ওই ডাক্তারের উদ্ভাবনটি সাউথ এশিয়ান মেডিকেল সার্জেন্ট অ্যাসোসিয়েশন বিশেষভাবে অ্যাপ্রিশিয়েট করেছে। এসআরএ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এস বি মুন জানান, দেশের স্বাস্থ্য খাতকে ডিজিটালে রূপান্তরিত করতে সবার জন্য উন্মুক্ত অ্যাপ এসেছে গুগল প্লেতে। আর আনুষ্ঠানিক বার্তা শুরু হবে এ বছরের ফেব্রুয়রিতে। অ্যাপটির নাম ইউঊগজ, যার পুরো নাম হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড।
এ অ্যাপের মাধ্যমে রোগী তার সব মেডিকেল তথ্য সংরক্ষণ করতে পারবেন। প্রতিদিনের রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, নাড়ির গতি, অক্সিজেনের দ্রবীভূত হওয়ার শতকরা হার, ওজন, উচ্চতা, বিএমআই নিয়মিত লিখে জমা রাখতে পারবেন। সেই লিখে রাখা তথ্য রোগীর চিকিৎসক তার চেম্বারে বসেই দেখতে পাবেন অন্য একটি অ্যাপের মাধ্যমে। চিকিৎসক যদি প্রেসক্রিপশন বা কোনো পরীক্ষার পরামর্শ দেন, তা আবার রোগীর অ্যাপে হাজির হবে নিমেষেই। ক্লিনিক বা হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্ট তৈরি হলেই তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে রোগীর কাছে বা চিকিৎসকের কাছে। ফলে স্বল্প সময়ে চিকিৎসা পৌঁছে যাবে ঘরে ঘরে। রাস্তার জ্যাম অথবা চিকিৎসকের চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে গুরুত্বপূর্ণ শ্রমঘণ্টার অপচয় হবে না। সমগ্র পদ্ধতি কাজ করবে একটি সার্ভারের মাধ্যমে। নিজের কম্পিউটারের বাইরে কোনো সংবেদনশীল তথ্য রাখলে তার নিরাপত্তা জানাটা জরুরি। রোগীর অ্যাকাউন্ট পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত। একটি ইউঊগজ সফটওয়্যার একটি ক্লিনিক, একটি ডাক্তারের চেম্বারসহ রোগীর চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করতে পারবে। আর এজন্য ক্লিনিক, ডাক্তার, হাসপাতাল বা রোগীকে কোনো অর্থ খরচ করতে হবে না। এজন্য এসআরএ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলায় দুইজন করে বিশেষজ্ঞ প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। িি.িইউঊগজ.পড়স ঠিকানায় নিজের অবস্থান নিশ্চিত করে ওয়েবসাইটে উল্লেখিত মোবাইল বা টেলিফোন নম্বরে যোগাযোগ করলে সব তথ্য যে কেউ পেতে পারবে। অ্যাপটি বাংলাদেশ সরকারেরর আইসিটি ডিভিশানে সংরক্ষিত অ্যাপ হিসেবে সংরক্ষণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআরএ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এস বি মুন জানান। তিনি আরও জানান, সরকারি সহযোগিতা পেলে একটি অ্যাপেই দেশের সামগ্রিক প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে পারবে।