অতিদরিদ্রদের তথ্যভান্ডার করছে পরিসংখ্যান ব্যুরো

প্রতি বছর সামাজিক নিরাপত্তায় সরকারের ব্যয় বাড়লেও এর শতভাগ সুফল ঘরে তুলতে পারছে না দরিদ্র মানুষ। সামাজিক নিরাপত্তায় সরকারি ব্যয়ের বড় একটা অংশ যাচ্ছে ধনীদের হাতে। বয়স্ক ভাতার অর্ধেকের বেশি ধনীরা পাচ্ছে বলে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনেও উঠে এসেছে। এ অবস্থায় সামজিক নিরাপত্তা ব্যয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অতিদরিদ্রদের জন্য পৃথক তথ্যভা-ার তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক অবস্থায় দরিদ্রপ্রবণ এলাকাতে তথ্যভা-ারের কাজ হবে। এরই মধ্যেই রংপুর ও বরিশাল বিভাগের সব জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় এর কাজ শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেফটিনেট সিস্টেমস ফর দি পুওরেস্ট কর্মসূচির তৃতীয় পর্যায়ে ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার জোনাল অপারেশনের প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে। জেলার সব উপজেলায় জোনাল অপারেশনের কাজ চলছে। জোনাল অফিসাররা ২৫ জানুয়ারির মধ্যে তাদের জোনাল অপারেশনের কাজ জমা দেবেন। গলাচিপা উপজেলায় ১২টি জোনের মাধ্যমে জোনাল অপারেশনের কাজ সম্পন্ন হবে। প্রথমেই আদমশুমারি ও গৃহগণনা ২০১১-কে বেইজ ধরে খানাগুলোর কুইক কাউন্ট করা হবে। তার ভিত্তিতে ২০০টি খানার জন্য একজন তথ্য সংগ্রহকারী এবং পাঁচ থেকে ছয়জন তথ্য সংগ্রহকারীর জন্য একজন সুপারভাইজার নিয়োগ করা হবে। জোনাল অফিসাররা সম্ভাব্য সুপারভাইজার ও গণনাকারীর তালিকা প্রদান করবেন। ১ হাজার থেকে ১ হাজার ২০০ খানা নিয়ে সুপারভাইজার ম্যাপ তৈরি করা হবে। এভাবে প্রত্যেক জোনে জোনাল অফিসাররা তাদের সুপারভাইজার ম্যাপগুলো জমা দেবেন। পাশাপাশি জিও কোড তালিকা হালনাগাদ করবেন। প্রত্যেক গণনাকারী ১০০ পাতার দুইটি বই পাবেন। ২০০ খানার অতিরিক্ত খানার জন্য ২৫ পাতার বই সরবরাহ করা হবে। জোনাল অফিসাররা এভাবে তার জোনে মোট কত বই প্রয়োজন হবে তার হিসাব দেবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তির তালিকা করবেন। ইউনিয়নভিত্তিক যে কমিটি আছে তার সভা করা হবে। উপজেলা পর্যায়ে যে শুমারি কমিটি করা আছে তার ও সভা আহ্বান করা হবে।
গলাচিপা উপজেলার শুমারি সমন্বয়কারী মোঃ নুরুউজ্জমান বলেন, দেশের জনসাধারণের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অগ্রাধিকারমূলক দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে সরকারের বহুবিধ সামাজিক নিরপত্তা বেষ্টনী কর্মসূচিসহ ভিজিডি, ভিজিএফ, কাবিখা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তাদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় এ প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত তথ্যভা-ার ব্যবহার করা হবে।