প্রতিদিন ৩০ লাখ লোক (ভিজিটর) নানা ধরনের তথ্য জানতে জাতীয় তথ্য বাতায়নে প্রবেশ করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি বলেন, আমরা যে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এটি তার বড় উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ সার্থক হয়েছে।’ গতকাল রবিবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বিকালে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে এই নাগরিক সেবার উদ্বোধন করা হয়। এখন থেকে pcc.police.gov.bd —এই ঠিকানায় ক্লিক করে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরো বলেন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে জনগণ ঘরে বসেই অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাবেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে পুলিশ পিছিয়ে নেই। প্রযুক্তি ক্ষেত্রে পুলিশের অনেক অগ্রগতি সাধিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার হারুন অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। পুলিশ হেডকোয়ার্টার্সের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট আকতার আলী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইত্তেফাক/এএন