আলো ঝলমল রাজপথ

রাজধানীর কাওরান বাজার মোড়ে রয়েছে ‘সার্ক ফোয়ারা’। রাতে ফোয়ারার দক্ষিণে বাংলামোটরের দিকে তাকালে পুরো সড়কে দেখা যায় ঝলমলে আলো। গতবছরের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন দক্ষিণের সড়কে ৩৭ হাজার এলইডি (লাইট এমিটিং ডাইওড) বাতি লাগানোর ঘোষণা দেন। ইতোমধ্যে প্রায় ৬০-৭০ ভাগ এলাকায় বাতি লাগানোর কাজ শেষ হয়েছে। গত শনিবার রাতে দক্ষিণ সিটির বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, এলইডি বাতি ঝলমলে আলো দিচ্ছে। কাওরান বাজার সিগন্যাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে। এতে ওই সড়কের সৌন্দর্য বেড়েছে। এছাড়া চলাচলে ঝুঁকিও অনেক কমেছে বলে মনে করছেন নগরবাসী।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কথা হয় রিকশাচালক মাঈনউদ্দিনের সঙ্গে। তিনি জানান, আগে শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার এই রাস্তায় যাত্রীর জন্য বসে থাকতে ভয় লাগতো। এখন ঝলমলে আলোয় সাহস বেড়ে গেছে। আজিমপুর এলাকার বাসিন্দা জাফর সাদিক বলেন, আমি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করি। অনেক সময় রাতে ডিউটি থাকে। বাসায় ফিরতে হয় গভীর রাতে। মাঝে মধ্যে অফিসের গাড়ি থাকে না। আগে এই এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পেতাম। এখন ভয় কেটে গেছে। পুরো সড়ক যেনো বাসাবাড়ির মতো ঝলমলে!

ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে আলোকিত করার জন্য অলিতে-গলিতে ৩৭ হাজার এলইডি লাইট লাগানো হবে। এজন্য সিটি করপোরেশন ও সরকারের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে দক্ষিণ সিটির বেশিরভাগ সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে। দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, আমার ওয়ার্ডে সরকারি কলোনি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, আজিমপুর কবরস্থান, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দিরসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে। এসব বিবেচনায় এই এলাকার প্রধান সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে। ইতোমধ্যে ৬০ ভাগ বাতি লাগানোর কাজ শেষ হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাতের ঢাকায় আলোর ছড়াছড়ি। ছিল সোডিয়াম লাইট, এখন এলইডি। রাতের অন্ধকার ভেদ করে রাজপথের সেই আলোতে আলোকিত আশেপাশের অলিগলিও। ঝকঝকে আলোয় ফুটে উঠেছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও। আশির দশকের শেষভাগে ঢাকার প্রধান প্রধান সড়কে সোডিয়ামের হলুদ আলোর ব্যবস্থা করেছিলেন সে সময়ের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সেই আলো হটিয়ে এবার অপেক্ষাকৃত সাশ্রয়ী, আর বেশি আলোর এলইডি বসেছে সড়ক বাতি হিসেবে। এলইডি বাতির আলোতে শাহবাগে একপাশে বারডেম হাসপাতাল, অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আলোকিত হয়ে উঠেছে। দুই ধারে দাঁড়ানো অ্যাম্বুলেন্স, রিকশা আর অটোরিকশা চালকরাও উপভোগ করছেন ঝকঝকে আলো।

শাহবাগ মোড়ের ফুলের দোকানগুলোও সাদা আলোয় আরো বেশি উজ্জ্বল। সেখানে ফুটপাতের এক চা বিক্রেতা ইউসুফ হোসেন জানান, এখানে আগে রাতে অন্ধকার ছিল। এই বাতি জ্বালানোর পরে জায়গাটা প্রাণ ফিরে পেয়েছে। আগে অন্ধকার থাকলেও এখন জায়গাটা আলোকিত।