সারাদেশে উন্নয়ন মেলা

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে সোমবার শুরু হচ্ছে ‘উন্নয়ন মেলা-২০১৭’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। গত ১২ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরাতে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বসছে এ মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে এই মেলার উদ্বোধন করবেন। রোববার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মামুন, মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন ও রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ অন্য শীর্ষ কর্মকর্তারা।
জেলা প্রশাসক সালাহউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ মূলমন্ত্রকে ধারণ করে এ মেলার আয়োজন করা হয়েছে। তাতে দেশের সব মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক পৃথক স্টল মিলিয়ে মোট ৭৯টি স্টল থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিল্পকলা একাডেমিতে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সকাল ১০টায় র‌্যালির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে। সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। সরকারি সংস্থাগুলোর বিভিন্ন সেবা মেলাস্থল থেকে সরাসরি প্রদান করা হবে। গত ১২ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র এতে তুলে ধরা হবে। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত দেশের উন্নয়ন হয়েছে অনেক। সবাই এই উন্নয়নের অংশ। এই অর্জন সবার। এই উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে এই প্রথমবারের মতো উন্নয়ন মেলা। তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা। তা ছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। দেশবরেণ্য শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে। আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ উদ্যোগগুলো হচ্ছে- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। মেলায় এ বিষয়গুলোর ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।